বিনোদন ডেস্ক : বিভিন্ন সময় নানা ইস্যু নিয়ে প্রতিবাদ করেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। অভিনেত্রী গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টারে মৃত্যু নিয়েও কটাক্ষ করে টুইট করেছেন। তিনি লিখেছেন, ওয়াও! এর পরেও সকলে বলবে যে আমাদের বলিউডের ছবি নাকি অবাস্তব। এবার নতুন ইস্যু নিয়ে টুইটে এলেন তিনি। সম্প্রতি সিবিএসই ২০২০-২১ সালের সিলেবাস কাটছাঁট করেছে। ফলে একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান থেকে বাদ পড়েছে নাগরিকত্ব, জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার মতো জরুরি বিষয়। দশম শ্রেণির সমাজবিজ্ঞান থেকে বাদ গিয়েছে লিঙ্গচেতনা, ধর্ম, জাতিভেদ, গণআন্দোলনের মতো বিষয়। এই প্রসঙ্গে তাপসী পান্নু নিন্দা জানিয়ে টুইট করে লিখেছেন, কোনও অফিসিয়াল ঘোষণা কি নজর এড়িয়ে গিয়েছে? নাকি ভবিষ্যতে আর এ সবের প্রয়োজনই নেই? যদি শিক্ষাকে আপস করতে হয়, তা হলে কোনও ভবিষ্যৎ নেই।
তবে সিবিএসই বিবৃতি দিয়েছে, ছাত্রছাত্রীদের উপরে পড়ার চাপ কমাতে শুধু এই শিক্ষাবর্ষের জন্য সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।