অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামার এক মাসে ৫৪ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তাঁর প্রচারশিবির জানিয়েছে, গত সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বিপুল পরিমাণ তহবিল জমা হয়।

কমলার প্রচারাভিযানের ব্যবস্থাপক জেন ও’ম্যালি ডিলন প্রকাশিত একটি মেমোতে বলা হয়েছে, ৫৪ কোটি ডলার তহবিল সংগ্রহ করা হয়েছে, এর মধ্যে আট কোটি ২০ লাখ ডলার এসেছে গত সপ্তাহের সম্মেলনের সময়।

ডিলন বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে ভাইস প্রেসিডেন্ট কমলার আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণের ঠিক আগমুহূর্তে আমাদের সংগৃহীত তহবিলের পরিমাণ ৫০ কোটি ডলার অতিক্রম করে।

তাঁর ভাষণের পরের মুহূর্তে আমরা সবচেয়ে বেশি তহবিল সংগ্রহ করি। এটি ছিল ওই সময়ের মধ্যে কোনো প্রেসিডেন্ট প্রার্থীর প্রচারাভিযানের সংগৃহীত সবচেয়ে বেশি তহবিল।’

ডিলন আরো বলেন, সম্মেলনের সপ্তাহে সংগৃহীত তহবিলের এক-তৃতীয়াংশই এসেছে প্রথম দফার দাতাদের কাছ থেকে। আর এই প্রথম দফার দাতাদের মধ্যে এক-পঞ্চমাংশই তরুণ এবং দুই-তৃতীয়াংশ নারী।

কমলার প্রচারশিবির বলেছে, ভাইস প্রেসিডেন্ট কমলার প্রতি স্বেচ্ছাসেবীদের সমর্থনও বেড়েছে। সম্মেলন চলাকালে প্রায় দুই লাখ স্বেচ্ছাসেবী নির্বাচনী প্রচারণায় সহায়তার জন্য আনুষ্ঠানিক সম্মতি দেন।

ডেমোক্র্যাট সহকর্মীদের চাপের মুখে গত ২১ জুলাই নির্বাচনী লড়াই থেকে সরে যান প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর তিনি ও দলের অন্য নেতারা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন দেন।

সর্বশেষ গত বৃহস্পতিবার দলের আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণ করেন কমলা। তিনি নির্বাচনী লড়াইয়ে আসার পর হিসাব-নিকাশ পাল্টে যায়। এরই মধ্যে বিভিন্ন জনমত জরিপে ট্রাম্পের চেয়ে কমলার এগিয়ে থাকা এমন ইঙ্গিতই দিচ্ছে।

সূত্র : আলজাজিরা