অনলাইন ডেস্ক : অন্টারিওর বাঙালি সমাজের অগ্রগণ্য পণ্ডিতজন ড. দিলীপ চক্রবর্তীর আসন্ন ৮৬তম জন্মদিন এবং আত্মজৈবনিক ইংরেজি গ্রন্থ ‘জিনঃ মেময়র অব আন অক্টাজেনারিয়ান কানাডিয়ান বেঙ্গলি’ প্রকাশ উপলক্ষে আগামী ২৭ আগস্ট রবিবার বিকাল ৫টায় এক আনন্দোৎসবের আয়োজন করা হয়েছে।

টরন্টোর ডজ রোডে অবস্থিত কানাডিয়ান লিজিয়ন হলে অনুষ্ঠেয় এই আয়োজনে ড. দিলীপ চক্রবর্তীর সকল প্রিয়জন, আত্মীয়জন, বন্ধুজনকে উপস্থিত থাকতে আয়োজকদের পক্ষে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ করা যেতে পারে যে, বাংলাদেশে জন্ম নেওয়া দিলীপ চক্রবর্তীর ডাক নাম জিন। দেশভাগের উত্তাল সময়ে কৈশোরেই তাঁর পরিবার ভারতে চলে যান। কলকাতা বিশ্ববিদ্যালয় এবং রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে দুইবার এমএ ডিগ্রি লাভের পর তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করে অবসর গ্রহণের পর দিলীপ কানাডায় অভিবাসী হন। উল্লেখ করা যেতে পারে যে, বর্তমান আত্মজীবনীটি তাঁর চতুর্থ গ্রন্থ। এই গ্রন্থের ভ‚মিকা লিখেছেন টরন্টোর বিশিষ্ট লেখক, গবেষক ও সংগঠক সুবত কুমার দাস।

কলকাতার হর্নবিল প্রেস থেকে প্রকাশিত গ্রন্থটি ইতোমধ্যে এমাজনে উন্মুক্ত হয়েছে বিক্রির জন্য। এমাজন লিংক https://www.amazon.ca/dp/B0CC6TM2Y2।

লেখক ও সংস্কৃতিকর্মী তাসমিনা খানের পরিচালনায় এই আয়োজনে বক্তব্য রাখবেন স্বনামধন্য ব্যবসায়ী জয়দেব সরকার, লেখক আকবর হোসেন, গবেষক সুজিত কুসুম পাল, অধ্যাপক অরুণাংশু হোর, ব্রতীন ধর, কবি দেলওয়ার এলাহী এবং সুপরিচিত সমাজকর্মী ড সুশীতল সিংহ চৌধুরী। আয়োজকদের পক্ষে সমাপনী বক্তব্য রাখবেন এনআরবি টেলিভিশনের সিইও এবং সাপ্তাহিক বাংলা মেইলের সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু। অনুষ্ঠানে দিলীপ চক্রবর্তীর পছন্দের সংগীত পরিবেশন করবেন অরুণাভ ভট্টাচার্য, শাশ্বত সান্যাল, তনুশ্রী চক্রবর্তী, করবী মৈত্র, এ. সমাজপতি, নন্দিতা মজুমদার, দেবাশীষ দে, ভ্যালেন্টিনা ভৌমিক এবং অমল দেব। তবলায় থাকবেন অদ্রি ভট্টাচার্য। কবিতা উচ্চারণে থাকবেন শেখর গোমেজ।