কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন নির্বাচনে যেন ফের জয়লাভ করেন সে জন্য দোয়া ও মোনাজাত করেছেন এক দল বাংলাদেশি। গত রোববার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ককাস’র (বিএআরসি) উদ্যোগে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

একই সঙ্গে একটি মতবিনিময় সভা করা হয়। যেখানে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে জনমত সুসংহত করতে কর্মপদ্ধতি নির্ধারণ ও বাংলাদেশি কমিউনিটিতে রিপাবলিকান পার্টির সমর্থক বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নবগঠিত ককাস’র কর্মকর্তাগণকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

বিএআরসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ রব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সিনিয়র সহসভাপতি ওয়াসী চৌধুরী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় বিজয়ী করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন। অন্যান্য বক্তারা গত পৌনে চার বছরে ট্রাম্পের গৃহীত উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ড ভোটারদের বিস্তারিতভাবে অবহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে বিপুল বিজয় প্রদানের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা সৈয়দ এম কে জামান, সেলিম খান, মো আশরাফুজ্জামান, বিশ্বজিত কুমার দাশ, বেলাল আহমেদ চৌধুরী, মোহাম্মদ রেজা হক, রমিজ উদ্দিন খান, রেজাউল আজাদ ভুইয়া, সুরভী চম্পা, শাহানা আইয়ুব প্রমুখ।

স্মরণকালে অভিবাসীদের সত্যিকারের কল্যাণে যতগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার সবগুলোই রিপাবলিকানদের মাধ্যমে হয়েছে বলে সভায় বিশেষভাবে উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, রিপাবলিকানরাই আমেরিকার সার্বিক কল্যাণে কাজ করছে। ডেমক্র্যাটরা শুধু আশ্বাসই প্রদান করেন। তারা অভিবাসীদের সত্যিকার বন্ধু হতে পারেনি।

অনুষ্ঠানের শুরুতেই ট্রাম্পের পুনরায় বিজয়ে দোয়া ও মোনাজাত করেন মাওলানা জুবায়ের রশিদ। এরপর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।