অনলাইন ডেস্ক : বেসরকারি ফলাফলে নিংকুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের জয়-জয়কার।
তবে বেশ কিছু আসনে নৌকার হেভিওয়েট প্রার্থী ধরাশায়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। এপর্যন্ত বেসরকারি ফলাফলে নৌকা জয় পেয়েছে ২২৪ টি আসনে। লাঙ্গল পেয়েছে এগারটিতে। আর স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২টি আসন।
গোপালগঞ্জ-৩ আসনে বরাবরের মতো এবারো বিপুল ভোটে জয়লাভ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ নিজ আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী। গাইবান্ধা- ৫ আসনে জয় পেয়েছেন নৌকার প্রার্থী মাহমুদুল হাসান রিপন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামান।
আর হবিগঞ্জ-৪ আসনে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ফরিদপুর -৩ আসনে নৌকার প্রার্থী শামীম হকের বিপক্ষে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।
রবিবার (৭ জানুয়ারি) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল চারটা পর্যন্ত। এরপর শুরু হয় ভোটগণনা। এখনো সবগুলো আসনের ভোট গণনা শেষ হয়নি।