শোক বিহবল কমিউনিটি অশ্রুসিক্ত বিদায় জানাল শাহরিয়ার ও আরিয়ানকে
সুহেল ইবনে ইসহাক : গত সপ্তাহে (১৩ ফেব্রুয়ারি) টরন্টোর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি তিন শিক্ষার্থীর মধ্যে এঞ্জেলা শ্রেয়া বাড়ৈ এর মরদেহ প্রার্থনা এবং ভিউয়িংয়ের (শেষ দর্শন) আয়োজন করা হয়েছে রোববার ইটোবিকোকের ১২১ সিটি ভিউ ড্রাইভে অবস্থিত লোটাস ফিউনারেল এন্ড ক্রিমেশন সেন্টারে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। ওদিকে নিহত অন্য দুই শিক্ষার্থী শাহরিয়ার মাহির খান ও আরিয়ান আলম দীপ্ত’র নামাজে জানাজা অনুষ্ঠিত হয় গতকাল সোমবার বাদ জোহর স্কারবোরোর ১ স্টামফোর্ড স্কয়ার নর্থে অবস্থিত মসজিদ আল-আবেদীনে।
জানাজায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল লুৎফুর রহমান, হাম্বার ইউনিভার্সিটির বিসনেস ফ্যাকাল্টির ডীন, আন্তর্জাতিক শিক্ষা বিভাগের ডীন অ্যান্ড্রু নীল, এমপিপি ডলি বেগমসহ বাংলাদেশী কমিউনিটি বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অনেক বাঙালি ছাত্র, নারী পুরুষ মিলে কয়েক হাজার মুসল্লিদের উপস্থিতি এক অন্যরকম আবেগ ও ভালোবাসার সৃষ্টি করে। জানাজার নামাজের পূর্বে মৃতদের পরকালীন মঙ্গোল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়, মোনাজাত পরিচালনা করেন মসজিদ আল আবেদিনের খতিব, মাওলানা মুফতি আসলাম উদ্দিন আজহারী।জানাজার নামাজ শেষে মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শনের জন্য মসজিদের ভিতরে সুযোগ সৃষ্টি করে দেয়া হয়। তবে, মৃত ব্যক্তিদের পরিবারের অনুরোধে মৃতদেহের কোনো ছবি না তোলার জন্য বারবার ঘোষণা করা কয়।
বাংলাদেশী কমিউনিটির হাজার হাজার লোকজন নামাজে অংশগ্রহণ করেন। শেষ শ্রদ্ধা জানাতে মুসলিম ননমুসলিম সর্বসাধারণও মসজিদ প্রাঙ্গনে উপস্থিত হন ষঅন্টারিও প্রদেশে সোমবার”ফ্যামিলি ডে” থাকার কারণে দিনটি ছিল সরকারি ছুটির দিন।তাই দূর দূরান্ত হতে শুভাকাঙ্খীদের উপস্থিত হওয়ার খুব ভালো একটা সুযোগ ছিল। তাই মসজিদের দুটি বিরাট ফ্লোর ও মহিলা ফ্লোরও ছিল কানায় কানায় পরিপূর্ণ।
উল্লেখ্য যে, টরন্টোর হাম্বার কলেজের শিক্ষার্থী ছিলেন দীপ্ত এবং জর্জ ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পড়তেন শাহরিয়ার খান।
আরিয়ান আলমের বাবা গণমাধ্যমকে জানান, আগামী শুক্রবার জুমার নামাজ শেষে নাখালপাড়া খেলাঘর মাঠে আরিয়ানের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাজধানীর বিমানবন্দর এলাকার পাশে বাউনিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তাদের একজন অ্যাঞ্জেলা বাড়ৈ-কে নিয়ে তার পরিবার ২৪ ফেব্রুয়ারি শুক্রবার দেশের পথে রওনা করবে বলে জানিয়েছেন অটোয়াস্থ বাংলাদেশের হাই কমিশনার খলিলুর রহমান।