সাহিদুল আলম টুকু : গত ১১ই আগস্ট, শুক্রবার সন্ধ্যায় ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ’র টরন্টো ফিল্ম ফোরামের ‘মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রীনিং সেন্টার’ এ বিচেস-ইস্ট ইয়র্কের পার্লামেন্ট সদস্য ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ ফিল্ম ফোরামের সদস্য এবং স্থানীয় ব্যক্তিদের সাথে অন্টারিও লিবারেল পার্টির লিডারশীপ বিষয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে পর পর তিন বার ন্যাথানিয়েল বিচেস-ইস্ট ইয়র্ক থেকে ফেডারেল নির্বাচনে জয় লাভ করে আসছেন। কানাডার জাতীয় রাজনীতিতে তিনি ইতোমধ্যে ইতিবাচক অবদান রেখেছেন। এবার তিনি নিজ প্রভিন্সের উন্নয়নের জন্য কাজ করার প্রত্যয়ে আগামী নভেম্বর মাসের ২৫ ও ২৬ তারিখে অন্টারিও লিবারেল নেতার জন্য তিনি লড়াই করছেন। গত ৮ই মে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর এই নেতৃত্বের প্রচারণা শুরু করেন। তাঁর এই প্রচারণার অংশ হিসেবে তিনি এই মত বিনিময় সভায় অংশ নেন। অন্টারিও লিবারেল পার্টির এই নেতৃত্বের জন্য মোট পাঁচ জন প্রতিযোগিতা করছেন।
ন্যাথানিয়েল সুন্দর অন্টারিও গঠন এবং অন্টারিও’র মানুষের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য যে সব পরিকল্পনা গ্রহণ করেছেন, সেগুলো তিনি বিশদভাবে মতবিনিময় সভায় উপস্থাপিত করেন। তিনি তাঁর পরিকল্পনায় অন্টারিও’র স্বল্প আয়ের মানুষের জীবন যাত্রার মান বাড়ানো সহ আবাসন, পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা এবং মানুষের নিরাপত্তার বিষয় উল্লেখ করেন।
ন্যাথানিয়েলের মতবিনিময় সভায় প্রশ্নোত্তরে অংশ নেন অভি শাহনওয়াজ, ডাঃ বাদল, ফয়েজ নুর ময়না, শারমীন শর্মী, রেজিনা রহমান, তানভীর শাহনওয়াজ প্রমুখ। টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভা সঞ্চালনা করেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনিস রফিক।