অনলাইন ডেস্ক : ভারতে এখন টমেটার দাম আকাশছোঁয়া। এতে বিপাকে পড়েছে দেশটির সাধারণ ক্রেতারা। তবে এর মধ্যে এই টমেটো নিয়ে অদ্ভুদ এক কাণ্ড ঘটেছে। খাবারে দুইটি টমেটো দেওয়ায় এক নারী তার স্বামীকে ছেড়ে চলে গেছেন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য প্রদেশের শাহদলে ঘটেছে এ ঘটনা। সন্দ্বীপ বর্মণ নামে ওই ব্যক্তির খাবারের দোকান আছে। তিনি তার স্ত্রী আরুতি বর্মণকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন।
সন্দ্বীপ বলেন, আরুতি মেয়েকে নিয়ে বাসে করে বাড়ি ছেড়ে চলে গেছে। তিন দিন ধরে আমি তাকে খুঁজছি। পুলিশকে আমি তার ছবিও দিয়েছি। তারাও আমার স্ত্রীকে এখনো খুঁজে পায়নি।
সন্দ্বীপ জানান, আরুতির সঙ্গে পরামর্শ না করে আমি খাবারে টমেটো দিই। এ নিয়ে সে তর্ক শুরু করে। তাদের মধ্যে এতে তুমুল ঝগড়া বাধে। সে চায়নি আমি যেন খাবারে টমেটো দিই। এরপরেই সে বাড়ি ছেড়ে চলে যায়।
এ নিয়ে সন্দ্বীপ থানায় অভিযোগ করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
শাহদলের ধানপুরির স্টেশন হাউস অফিসার সঞ্জয় জাইসওয়াল বলেন, আরুতি তার স্বামীর সঙ্গে তর্কের পর বাড়ি ছেড়ে চলে যায় এবং উমারিয়ায় তার বোনের বাসায় গেছেন।
আরুতি টমেটো নিয়ে তার স্বামীর উপর রাগ করেছে। পুলিশ দুইজনের একে অপরের সঙ্গে কথা বলে দিয়েছে। আরুতি শিগগির বাড়ি ফিরবে বলে জানান সঞ্জয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিভিন্ন অঞ্চলে প্রতি কেজি টমেটোর দাম ২০০ রুপি ছাড়িয়ে গেছে।