অনলাইন ডেস্ক : জাপানের দক্ষিণপশ্চিমাঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (০৮ আগস্ট) শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) এ তথ্য জানিয়েছে। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। খবর রয়টার্স
জাপানের মন্ত্রিপরিষদ প্রধান ইয়োশিমাসা হায়াশি রয়টার্সকে বলেছেন, ভূমিকম্পের আঘাতে পারমাণবিক পাওয়ার প্লান্টে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া সরকার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনের চেষ্টা করছে।
জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় বিকাল ৪টা ৪৩ মিনিটে মিয়াজাকি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। কিয়াশু অঞ্চলের মধ্যে এ দ্বীপটি অন্যতম বড় দ্বীপ।
এদিকে ভূমিকম্পের ফলে মিয়াজাকিতে ৫০ সেন্টিমিটারের সমান ঢেউয়ের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জাপানের টেলিভিশন এনএইচকে।