১) মৃত্যুহীন এক শাশ্বত প্রাণ
বঙ্গবন্ধু, অধিকারহারা মানুষের জন্য লেখা দ্রোহের কবিতা,
বিশ্বের শোষিত মানুষের একজন মহান নেতা।
বঙ্গবন্ধু, মানবতার বিস্ময়।
পিতা তুমি অমর, অক্ষয়, চিরজাগ্রত বাঙালির মানসপটে।
তুমি মঙ্গলালোকের মহীয়ান অমরাত্মা,
অনাদিকালের অনুসরণীয়, পথিকৃৎ।
যশ-খ্যাতি-মর্যাদায় তুমি পৃথিবীশ্রেষ্ঠ,
পিতা তুমি অবিনশ্বর।
তুমি মৃত্যুহীন এক শাশ্বত প্রাণ, তুমি অমর, অক্ষয়,
শেখ মুজিবুর রহমান শুধু একটি নামই নয়,
একটি মুক্তির পথ, একটি বিশ্বাসের নাম।
২) নিন্দিত রজনী
বাঙালির বুকের কাছে রিকোয়েলেস রাইফেল।
ব্যালটের পায়রায় স্বাধীনতার হৃদপিণ্ড।
বুলেটের কর্কশ চিৎকারে হৃদয়ের রক্তাক্ত, ক্ষত।
ঘুমন্ত বাংলাদেশ নিশিবসানের নিদ্রিত প্রতীক্ষায় নিঃশ্বাস ফেলছে।
১৫ আগস্ট!
ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকা।
শেষ শ্রাবণের কলঙ্কিত রাত সেটি।
ঘুটঘুটে অন্ধকারের জাল ভেদ করে
মানব পৃথিবীর বঙ্গীয় বদ্বীপে আছড়ে পড়েছিল জোছনা
ঝলকানি অশনি আলোকরশ্মি।
অবাক স্তব্ধীভূত খবরে ভোরের আলোয় হারিয়েছে নিন্দিত রজনী।
অকৃতজ্ঞ অসুরেরা ভালোবাসার
সুপরিপক্ব ভিতকেই কেবল নাড়িয়ে দেয়নি,
চিরতরে স্তব্ধ করে দিয়েছে একটি জাতি গড়ার
অন্যতম কারিগর,
নিপুণ মানুষটিকে!
বাঙালি কেবল বঙ্গবন্ধুকেই হারায়নি,
হারিয়েছে সেদিন মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকেও।
৩) মহাকাব্যের কবি
মনের মানুষ বঙ্গবন্ধু সকাল দুপুর সাঁঝে,
তোমার ছবি বাঁধা আছে সবার হৃদয় মাঝে।
তোমায় নিয়ে গান-কবিতা লিখছে কত কবি,
লাল-সবুজের নকশা মাঝে দেখি তোমার ছবি।
বিশ্ব নেতা হয়ে আছেন বিশ্ব আসন ছুঁই,
এ ধরাতে শেখ মুজিব এক চৌদ্দতম লুই।
স্বদেশভক্তি, মানবতা তোমায় ছিল সবই,
মহানায়ক বঙ্গবন্ধু মহাকাব্যের কবি।
এসো চলো স্বপ্ন তারই সত্যি করি সবে,
বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে হবে।
৪) বঙ্গবন্ধুই ইতিহাস
ধানমন্ডির ঐ বত্রিশ নম্বর
জাতির বুকে লাগায় খঞ্জর
কে সেই ঘাতক খন্দকার
করে দিলো সব অন্ধকার
মৃত্যুহীন এক শাশ্বত প্রাণ
বঙ্গপিতা মুজিবুর রহমান
রক্ত সিঁড়ি বইছে যে আজ
সব বাঙালির হৃদয় মাজ
রক্তে রাঙা শিমুল পলাশ
বঙ্গবন্ধুই মোদের ইতিহাস