অনলাইন ডেস্ক : জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার এখন চার দিনের সফরে কানাডায়। গত রবিবার কানাডা পৌঁছন তিনি। এরপর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনা হয়।

স্টাইনমায়ার ও ট্রুডোর মধ্যে আলোচনায় ইউক্রেন যুদ্ধ প্রাধান্য পায়। চীন নিয়েও তারা আলোচনা করেন। জার্মান প্রেসিডেন্টের এই সফরে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের দিকটাও গুরুত্ব পাবে।

আলোচনার পর ট্রুডো বলেছেন, ‘জার্মানি যেভাবে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে, তা খুবই প্রশংসনীয়।’ তিনি জানিয়েছেন, কানাডা ও জার্মানি—দুই দেশই ইউক্রেনকে সমর্থন করে যাবে।

দুই নেতা একটা চুক্তিতেও সই করেন। সেই চুক্তিতে বলা হয়েছে, কানাডা ও ফোকসভাগেন মিলে এক হাজার ৫০০ কোটি ডলার দিয়ে কানাডায় ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরির বিশাল কারখানা করবে। এর ফলে বেশ কয়েক হাজার চাকরির সুযোগ তৈরি হবে বলে ট্রুডো জানিয়েছেন।

একটি অনুষ্ঠানে জার্মান প্রেসিডেন্ট বলেছেন, ‘গণতন্ত্র হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকাঠামো। ভেতরের ও বাইরের সব ধরনের আক্রমণের হাত থেকে গণতন্ত্রকে বাঁচাতে হবে।’

তিনি বলেন, ‘চীন যে আর্থিক ও রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসছে, তার দীর্ঘমেয়াদি প্রভাব ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্কের ওপর পড়বে। ইন্দো-প্যাসিফিকে চীনের ক্রমেই বাড়তে থাকা প্রভাবের পরিপ্রেক্ষিতে কানাডা সেখানে বড় ভূমিকা নিতে পারে। ওই অঞ্চলের দেশগুলো যাতে চীনের ওপর নির্ভরশীল না হয়, তার জন্য জার্মানি ও কানাডার উচিত সেখানে নিজেদের নেটওয়ার্কিং বাড়ানো।’

সূত্র : ডয়চে ভেলে