অনলাইন ডেস্ক : গত ১০ই জুন, শনিবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এলামনাই এসোসিয়েশনের আয়োজনে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর প্রজেকশন হল এ চলচ্চিত্র নির্মাতা বাদল রহমান স্মরণে এক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
উল্লেখ্য, বাদল রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের এক অগ্রগামী পুরুষ। ১৯৪৯ সালের ৪ঠা জুন জন্ম নেয়া বাদল রহমান ষাটের দশকের উত্তাল রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন সম্মুখ সারির সাংস্কৃতিক নেতা ও সংগঠক।
১৯৭৩ সালে তিনি এবং সৈয়দ সালাউদ্দীন জাকী বাংলাদেশ থেকে প্রথমবারের মত ভারতের পুনার ‘ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া’য় বৃত্তি নিয়ে চলচ্চিত্র বিষয়ে পড়াশুনা করতে যান। ১৯৮০ সালে তিনি নির্মাণ করেন বাংলাদেশে নির্মিত সর্বপ্রথম শিশুতোষ কাহিনী চলচ্চিত্র ‘এমিলের গোয়েন্দা বাহিনী’। চলচ্চিত্রটি সেই বছর বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের সম্মান অর্জন করে। বাদল রহমানের চলচ্চিত্র বিষয়ক সাংগঠনিক কর্মকাণ্ডের একটা অন্যতম ফসল হচ্ছে, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রতিষ্ঠা। তিনি ২০১০ সালের ১১ই জুন প্রয়াত হন।
বাদল রহমান স্মরণ অনুষ্ঠানের আলোচনায় সভাপতিত্ব করেন দেশের খ্যাতিমান চলচ্চিত্রকার ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এলামনাই এসোসিয়েশন এর সভাপতি মোরশেদুল ইসলাম। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবার কথা ছিল বাদল রহমানের দীর্ঘ সময়ের সঙ্গী চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দীন জাকী। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার জন্য আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মোঃ জসিম উদ্দিন এবং আলোচক হিসেবে ছিলেন চলচ্চিত্র পরিচালক মানজারে হাসীন মুরাদ ও চলচ্চিত্র পরিচালক এবং টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল। অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থকে জানানো হয়, বাদল রহমান থাকবেন তাঁর সৃষ্টিতে, তিনি থাকবেন তাঁর বলিষ্ট নেতৃত্বের পথপ্রদর্শক হয়ে। তাইতো তাঁকে প্রজন্মের পর প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এলামনাই এসোসিয়েশনের আয়োজনে বাদল রহমান স্মরণ অনুষ্ঠানে সহযোগিতা করে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।