অনলাইন ডেস্ক : সদ্য অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ঘটেছে নানা ঘটনা। এবারই প্রথম নিউইয়র্ক সিটিতে মোট ৫১টি আসনের মধ্যে ৩১ জন নারী কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন। আবার এবারই প্রথম নিউইয়র্ক সিটি নির্বাচনে কোনো মুসলিম নারী কাউন্সিল সদস্য হয়েছেন।

এবারের নির্বাচনে ছয় জন রিপাবলিকান সদস্য বিজয়ী হয়েছেন। অতীতে এর সংখ্যা ছিল তিন। এছাড়া নির্বাচনে অনেক প্রগ্রেসিভ প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে অন্যতম- ডিস্ট্রিক ৩৯ থেকে নির্বাচিত হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ, ডিস্ট্রিক ২৫ থেকে নির্বাচিত হওয়া ভারতীয় বংশোদ্ভূত শেকার কৃষ্ণান, ডিস্ট্রিক ২২ থেকে নির্বাচিত টিফানি ক্যাবেন।

জানা গেছে, ২০১৭ সালে তৎকালীন সিটি কাউন্সিল স্পিকার মেলিসা মার্ক ভিভেরিটো ‘টুয়েন্টি ওয়ান টুয়েন্টি ওয়ান’ নামে একটি আন্দোলন শুরু করেছিলেন। এর অর্থ ২০২১ সালে কমপক্ষে ২১ জন নারী সদস্যকে নির্বাচিত করতে হবে। তখন সিটি কাউন্সিলে মাত্র ১৩ জন নারী সদস্য ছিলেন।

অনেকেই তখন মন্তব্য করেন কোনভাবেই ২১ জন নারীকে নির্বাচন করা সম্ভব নয়। কিন্তু এবার ২১ জনের পরিবর্তে নির্বাচিত হলেন ৩১ জন নারী কাউন্সিল সদস্য। অর্থাৎ নিউইয়র্ক সিটি কাউন্সিলে এখন সংখ্যাগুরু হচ্ছে উইমেন ককাস।

এদিকে ২০২২ সালের সিটি কাউন্সিলে সবচেয়ে প্রতিশ্রুতিশীল সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছে শাহানা হানিফকে। শাহানা হানিফ নবাগত হলেও তার প্রতি মূলধারার গণমাধ্যমের চোখ অন্য সদস্যের চেয়ে বেশি।

এবারের নির্বাচনে কুইন্সের ডেমোক্রেট হেভিওয়েট কাউন্সিলম্যান পল ভেলোনের আসনে রিপাবলিকান প্রার্থী ভিকি প্যালোডিনের জয় অনেকের জন্যই এলার্মিং। এছাড়াও ডেমোক্রেট অধ্যুষিত নিউইয়র্ক সিটিতে মোট ছয়টি আসন রিপাবলিকানদের দখলে চলে যাওয়ায় ডেমোক্রেটদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে ওজোন পার্ক এলাকায় বিদায়ী কাউন্সিল ম্যান রিপাবলিকান আলরিচের আসনে ডেমোক্রেট ফেলিসিয়া সিংকে নিয়ে অনেকের আশা ছিল। এমনকি সিনেটের প্রথম সারির ডেমোক্রেট সিনিয়র নেতা চাক শুমার তাকে এনডোর্স করার পরও রিপাবলিকানদের হাত থেকে উদ্ধার করা গেল না আসনটি।

এ বছর ৩৫ জন সিটি কাউন্সিল সদস্য টার্ম লিমিটের জন্য নির্বাচন করতে পারেননি। ফলে গত ২ নভেম্বর অনুষ্ঠিত হওয়া নিউইয়র্ক সিটি নির্বাচনে ৩৫ জন নতুন কাউন্সিল সদস্য বিজয়ী হন।