চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডা’র উদ্যোগে গতক ২৪ জুলাই টরন্টোর স্থানীয় একটি পার্কে এক বর্ণাঢ্য বনভোজন অনুষ্ঠিত হলো। দীর্ঘ দিন পর বহুল আলোচিত এই বনভোজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতি এক মিলনমেলায় পরিণত হয়।

সকালে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হওয়া এই আয়োজনে যেমন ছিল মজাদার খাবার তেমনি ছিল স্বতঃস্ফূর্ত সাংস্কৃতিক ও খেলাধুলার এক মহাযজ্ঞ। সেই সাথে “Directory Shuttle Train 2022” প্রকাশনা পর্বটি অনুষ্ঠানের আনন্দকে আরো বাড়িয়ে তোলে।

ইসি কমিটির সার্বিক সহযোগিতায় সভাপতি ড. এ এম এম তোহার নেতৃত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় একটি সফল পিকনিক স্মরণীয় হয়ে থাকবে।