অনলাইন ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে পাঁচজন নারীসহ ১২ জন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালের এই মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরো নয়জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে আমেদাবাদের পিরানা-পিপলাজ রোড এলাকার একটি রাসায়নিক গুদামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে এসে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে উদ্ধার কাজ শুরু করেন দমকল বাহিনীর কর্মীরা।

ভারতীয় দমকল বাহিনীর কর্মকর্তা জয়েশ খাদিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান দমকলকর্মীরা। তাদের অক্লান্ত চেষ্টার ফলে ধ্বংসস্তূপের নিচ থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং আরো নয়জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

এদিকে এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি টুুইট করে সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন।