অনলাইন ডেস্ক : নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং তার দলের আরও দুই মন্ত্রী।
রোববার (১৯ জানুয়ারি) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই তারা পদত্যাগ করেন। এখন বেন-গভিরের ওটজমা ইহুদিত পার্টি আর ক্ষমতাসীন জোটের অংশ না।
তবে দলটি নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না বলে জানিয়েছে। এক বিবৃতিতে যুদ্ধবিরতি চুক্তিকে ‘হামাসের কাছে আত্মসমর্পণ’ হিসেবে অভিহিত করেছে দলটি।
এদিকে, তারা পদত্যাগ করলেও ইসরায়েলের পার্লামেন্টে সামান্য সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এর আগে গতকাল শনিবার বেন-গভির বলেছিলেন, আমি পদত্যাগ করব, কারণ যে চুক্তি সই হয়েছে তা বিপর্যয়কর। হামাসের সঙ্গে চুক্তি বাস্তবায়ন হলে যুদ্ধে ইসরায়েলের সমস্ত সাফল্য নষ্ট হয়ে যাবে।
তিনি বলেছিলেন, এই চুক্তি গাজা-মিসর সীমান্ত বরাবর ফিলাডেলফি করিডোর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ইসরায়েলের প্রতিরক্ষামূলক ক্ষমতাকে নষ্ট করবে এবং যুদ্ধের সমস্ত সাফল্যকে নষ্ট করে দেয়। এই সাসল্য আমাদের প্রচুর রক্তের বিনিময়ে এসেছিল।