বিনোদন ডেস্ক : ক্যারিয়ারে অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমার প্রয়োজনে বিভিন্ন সময় নিয়েছেন নানা ঝুঁকি। দেশ-বিদেশে শুটিং করতে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কম বেগ পেতে হয়নি তাকে। আর জীবনের সেসব চ্যালেঞ্জগুলো নিয়ে এবার মুখ খুললেন এই অভিনেত্রী।
সম্প্রতি অভিনেতা ভূমি পেডনেকরের সঙ্গে একটি ফিল্ম কম্প্যানিয়ন মাস্টারক্লাসে মূলধারার সিনেমার নায়িকা হওয়ার চমক ও চ্যালেঞ্জ সম্পর্কে কথা বলেছেন প্রিয়াঙ্কা। সেখানেই ক্যারিয়ারের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলেন তিনি।
ভূমির সঙ্গে দেয়া আড্ডায় এ বলি নায়িকা বলেন, সুইজারল্যান্ডের জুংফ্রাউতে সবুজ রঙের পাতলা শাড়ি পরেছিলাম। কিন্তু নায়কের মাথা থেকে পা ঢাকা পর্যন্ত পোশাক ছিল। বিপরীতে আমি শাড়ির সঙ্গে মাত্র একটি ব্লাউজ পরা ছিলাম। মূলত একটি ক্লোজ শটের জন্য গরম পানির বালতিতে দাঁড়াতে হয়েছিল আমাকে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সম্ভবত ২০০৫ সালে ইয়াকিন সিনেমায় ‘মেরি আঁখো মে’ গানটির শুটিংয়ের কথা বলেছেন প্রিয়াঙ্কা। গানটির ভিডিওতে দেখা যায়, এর একটি দৃশ্যে অভিনেতা অর্জুন রামপাাল একটি কালো সোয়েটার ও কালো প্যান্ট পরে আছেন। সেখানে ব্লাউজের সঙ্গে সবুজ শাড়িতে ছিলেন অভিনেত্রী। হেলিকপ্টার থেকে মাথার উপরের দৃশ্য ধারণের সময় প্রিয়াঙ্কার শাড়ির নিচে বালতি সদৃশ্য কিছু দেখতে পাওয়া যায়।
প্রিয়াঙ্কা অবশ্য পরের দশকে হিন্দি সিনেমা কাজ করে দারুণ সাফল্য পেয়েছেন। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং তখন থেকে প্রায় একচেটিয়াভাবে হলিউডে কাজ করছেন। ২০১৮ সালে সোনালি বোসের দ্য স্কাই ইজ পিঙ্ক-এ অভিনয় করেন প্রিয়াঙ্কা। দু’বছর আগে জি লে জারা’তে স্বাক্ষর করলেও এখনো নির্মাণ শুরু হয়নি সিনেমাটির।