অনলাইন ডেস্ক : ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের খারকিভ শহরে রুশ বাহিনীর হামলায় শিশুসহ নিহত হয়েছে অন্তত সাতজন। আহত হয়েছে অন্তত ৫৯ জন।
শুক্রবার (৩০ আগস্ট) শহরটির একটি খেলার মাঠ ও আবাসিক ভবনে এ হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, খেলার মাঠটিতে ১৪ বছরের এক শিশু রুশ হামলায় নিহত হয়। অপর ঘটনাটি ঘটে ১২ তলা আবাসিক ভবনে।

ওই ভবনে নিহত হয়েছেন অন্তত ৬ জন। হামলার পরপর ফায়ার সার্ভিসের কর্মীরা লোকজনকে সরিয়ে নিতে কাজ শুরু করে। আহত ব্যক্তিদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া রাশিয়ার এসব হামলা ঠেকানোর ক্ষমতা ইউক্রেনের আছে বলে মন্তব্য করেন তিনি।