অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত পুলিশের অনাবাসিক ভবন ও স্থাপনা মেরামতের জন্য অর্থ ছাড়ের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠকে চলতি অর্থবছরে বাজেটের অর্থ ব্যয়ের নির্দেশনা শিথিল করা হয়েছে। সরকারের কৃচ্ছতা সাধন কার্যক্রমের আওতায় বাজেটে এই খাতের ব্যয় বন্ধ ছিল। এখন সেই অর্থ ছাড় করা হবে।
তবে শর্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত অনাবাসিক ভবনের তালিকাসহ বিভাজনের অর্থ বিভাগের অনুমোদন গ্রহণ করতে হবে। এদিকে সারাদেশের অনাবাসিক ভবন ও অন্যান্য স্থাপনা মেরামত কার্যক্রমে গতি আনতে অর্থের প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।