স্পোর্টস ডেস্ক : রুদ্ধশ্বাস এক জয়ে ডাচ চ্যালেঞ্জ পেরিয়ে সেমি-ফাইনালে আর্জেন্টিনা। শেষ চারে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ব্রাজিলকে হারিয়ে দেওয়া লুকা মদ্রিচদের সহজে প্রতিপক্ষ হিসেবে নিচ্ছে না মেসি বাহিনী।

ক্রোয়াটদের কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। এবার উচ্ছ্বাসের স্রোতে ভেসে যেতে চান না তিনি।

মেসি বলেছেন,‘কঠিন ম্যাচ হবে। ক্রোয়েশিয়া দেখিয়েছে, তারা দারুণ একটি দল। আজ তারা ব্রাজিলের সঙ্গে সমানে-সমান খেলেছে। এমনকি মাঝে মধ্যে ব্রাজিলের চেয়ে ভালো ছিল তারা। তাদের খেলতে দিলে, দলটিতে খুব ভালো খেলোয়াড় আছে যারা বল খুব ভালোভাবে খেলে, বিশেষ করে মিডফিল্ডে।’
মেসি আরও সতর্ক করেছেন, ‘ক্রোয়েশিয়া এমন একটি দল, যারা গত বিশ্বকাপের আগে থেকেই একই কোচের সঙ্গে কাজ করে আসছে। তারা একে অপরকে খুব ভাল করে চেনে, তারা একটি লক্ষ্যে এগোচ্ছে। এটি একটি সেমি-ফাইনাল এবং এটি খুব কঠিন হতে যাচ্ছে।’