মন্ট্রিয়ল ডেস্ক: লকডাউনের বিকল্প সমাধান কিংবা জীবনযাপনকে স্বাভাবিক রাখতেই ক্যুইবেক স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে আসছে ভ্যাকসিন পাসপোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এটি নিরাপদ এবং সহজ।
গত বুধবার পহেলা সেপ্টেম্বর থেকেই এটি স্মার্টফোনে ডাউনলোড এর জন্য উন্মুক্ত করা হয়। তবে বুধবার থেকে কেবল আইফোনে এই এপস ডাউনলোড করা যাবে। এন্ড্রয়েড ফোনের জন্যে সপ্তাহের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্যুইবেক স্বাস্থ্য মন্ত্রী ক্রিশ্চিয়ান ডুবে বলেন, ক্যুইবেকারদের কাছে আমাদের দেয়া কথা রেখেছি। এটি মানুষের জীবনযাত্রাকে উন্মুক্ত এবং সহজ করে তুলবে। এছাড়া এর ব্যবহার আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখতে সাহায্য করবে। পহেলা সেপ্টেম্বর থেকে, ১৩ বছরের উর্ধ্বে সবাইকে ব্যায়ামাগার, বারস, রেস্টুরেন্টসহ অপ্রয়োজনীয় ব্যবসা ক্ষেত্রে প্রবেশের জন্য ভ্যাকসিন গ্রহণের প্রমাণ দেখাতে হবে। ব্যবসায়ীরা কিউআর কোড পড়তে সক্ষম এমন এপস ডাউনলোড করতে হবে। এবং সেখানে প্রবেশের ক্ষেত্রে সকলকে তাদের স্মার্টফোনে নিজেদের কিউআর কোড আপলোড করে রাখতে হবে। যাদের স্মার্টফোন নেই তারা সরকার প্রদত্ত কিউআর কোডসহ কাগজের প্রমাণপত্র সাথে রাখতে হবে। তবে কেউ নকল কিউআর কোড তৈরি করলে তার জন্য শাস্তির মুখোমুখি হতে হবে।