স্পোর্টস ডেস্ক : বায়ার্ন মিউনিখে খেলা জার্মানির বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার মুখে স্কিন (চর্ম) ক্যান্সার ধরা পড়েছে।
বিষয়টি জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক নয়্যার নিজেই নিশ্চিত করেছেন। জানিয়েছেন যে, তিনবার তার মুখে সার্জারি করাতে হবে।
আগামী ২০ নভেম্বর কাতার বিশ্বকাপ শুরু হবে। এর মধ্যে ইনজুরিতে থাকা নয়্যারের অসুস্থ হওয়ার খবর। তবে তিনি বিশ্বকাপ মিস করবেন না বলে মনে করা হচ্ছে।
ভিডিও বার্তায় নয়্যার বলেছেন, ‘মুখের স্কিনে তিনটি অপারেশন করাতে হবে। আমরা যেহেতু সবসময় অনুশীলন ও খেলার মধ্যে থাকি। আবার ছুটি পেলে ঘুরতে যাই। সেটাও বাইরে থাকা। সেজন্য আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষার জন্য আধুনিক ফিল্টার ব্যবহার করা উচিত।’