বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এর সঙ্গে দীপিকা পাড়ুকোনের যথেষ্ট ভালো বন্ধুত্ব। দীপিকা ও ক্যাটরিনা একই সঙ্গে জিমে ওয়ার্কআউট করেন। সম্প্রতি সেই বান্ধবীকেই কিনা ‘অকর্মা’ আখ্যা দিলেন দীপিকা তাও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে ঘটনার বিবরণে জানা যায়, শূন্যে দোল খাচ্ছিলেন দীপিকা। কাপড়ের দোলনায় বসে এরিয়াল যোগে মগ্ন তিনি। ক্যাটরিনার তাতেও কোন উৎসাহ ছিল না। কিন্তু দীপিকার ওয়ার্কআউট ভিডিও করছেন তিনি।

ক্যাটরিনার মতে, তার মুড নেই এরিয়াল যোগা করার। এই কারণে ক্যাটরিনাকে অকর্মণ্য বলেছেন দীপিকা। তবে অবশ্যই তা মজা করে।

দীপিকার এই ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হতেই বেশ মজা করছেন ঈশান খট্টর, বরুণ ধাওয়ান। কাপড়ে ঢাকা দীপিকাকে ঝুলতে দেখে ইশান মন্তব্য করেছেন, ‘দ্য মমি রিটার্নস?’

দীপিকা তখন নীল দোলনায় বসে সাধনা করছেন। ভিডিওর নিচে লিখেছেন, ‘কঠোর ওয়ার্ক আউট করছিলাম জিমে। এদিকে ক্যাটরিনাকে দেখুন! কোনো কাজের নয়। আমার ভিডিও করে গেল গোটা সময়টা!’

দীপিকা ও ক্যাটরিনা সময় পেলেই একসঙ্গে জিমে যান। সেখানে দুজন গ্লামার ধরে রাখা নিয়ে কথা বলেন।

বর্তমানে ‘প্রজেক্ট কে’-এর কাজে ব্যস্ত দীপিকা। শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’-এও অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে ক্যাটরিনা অভিনীত ‘ফোন ভূত’ মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর।