স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই দেশে ফিরবেন। সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দেবেন তিনি। দলের সেরা ব্যাটসম্যান এবং অধিনায়ককে ছাড়াই বোর্ডার-গাভাস্কার সিরিজের বাকি তিনটি টেস্ট খেলতে হবে ভারতের।

সহ-অধিনায়ক থেকে কোহলির অনুপস্থিতিতে নেতৃত্ব ভার পেতে পারেন আজিঙ্কা রাহানে। তাকে তাই সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং সতর্ক করেছেন। টেস্টে গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশন চার। সেখানে কোহলির জায়গা ব্যাটিং করবেন কে, প্রশ্ন রেখে পন্টিং বলেছেন, রাহানের জন্য অপেক্ষা করছে কঠিন এক চ্যালেঞ্জ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে পন্টিং বলেছেন, ‘ভারত অনুভব করবে যে, চার নম্বরে কোহলি নেই। এটা দলের অন্যদের ওপর চাপ বাড়াবে। রাহানে দলের নেতৃত্ব ভার পাবেন বলেই মনে হচ্ছে। তার জন্য বড় একটা পরীক্ষা অপেক্ষা করছে। আর ভারতের এখন থেকেই চারে ব্যাট করবে কে, সেটা নিয়ে মাথা ঘামাতে হবে।’

সাবেক অজি ব্যাটসম্যান আরও বলেছেন, ‘আমার মনে হয় ভারতের ব্যাটিং অর্ডার কেমন হবে এটা তারা এখনও পরিষ্কার না। কে কে ওপেন করবে তারা সেটা জানে না। কোহলির জায়গায় শেষ তিন টেস্টে কে নামবে এখনও ঠিক করতে পারেনি। সেই হিসেবে অস্ট্রেলিয়ার সামনে একটাই প্রশ্ন। পুকোভস্কি খেলবে নাকি গ্রিন। ভারতের সামনে অনেকগুলো প্রশ্ন জমা পড়ে আছে।’

উদাহরণ দিয়ে পন্টিং জানিয়েছেন, ভারতের পেস আক্রমণে থাকবে জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ শামি। ইশান্ত শর্মা দলের সঙ্গে আছেন। কিন্তু তার খেলার বিষয়টি এখনও নিশ্চিত না। তার জায়গায় উমেশ যাদব খেলবে নাকি নভদীপ সাইনি। মোহাম্মদ সিরাজ কি দলে জায়গা পাবে। এমন অনেক প্রশ্নই এখন ভারতীয় শিবিরে। কোহলি, শাস্ত্রী এবং আজিঙ্গা রাহানেদের খুঁজে বের করতে হবে এসব প্রশ্নের উত্তর।