স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ৩৬ রানের লজ্জার পর ঘরে-বাইরে সমালোচনা হচ্ছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে নিয়ে।
দলের এমন বিপদে পাশে না থেকে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরেছেন কোহলি। তার এমন সিদ্ধান্তে রীতিমতো হতাশ ভারতীয় সাবেক তারকা ক্রিকেটাররা।
অ্যাডিলেড টেস্টে বাজে হারের পর কোহলির দেশে ফেরার সিদ্ধান্তে নাখোশ ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ও সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।
ভারতের সাবেক তারকা ক্রিকেটার দিলীপ জোশী বলেছেন, সন্তান হওয়ার সময় স্ত্রীর পাশে থাকা অবশ্যই বাবা হিসেবে দায়িত্ব। কিন্তু দেশের দায়িত্ব থাকলে এ আবেগ বর্জন করতে হয়। এ পরিস্থিতিতে আমি থাকলে কিছুতেই দেশে ফিরতাম না। আমার কাছে সবার আগে জাতীয় কর্তব্য।
অ্যাডিলেডে টস জিতে আগে ব্যাট করে ২৪৪ রান করে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৯১ রানে অলআউট হয় স্বাগতিক অস্ট্রেলিয়া।
৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে জস হ্যাজলউড ও প্যাট কামিন্সের গতির মুখে পড়ে ৩৬ রানে অলআউট হয় ভারত। সফরকারী দলের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার করতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজলউড ও কামিন্স পাঁচ ও চার উইকেট শিকার করেন।