অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিভিন্ন মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ-র্যাব।
এর মধ্যে রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র্যাবের সংঘর্ষ শুরু হয়েছে। রাজধানীর হাউজ বিল্ডিং থেকে রাজলক্ষী মোড় পর্যন্ত সড়কে হাজারো আন্দোলনকারী রয়েছেন। তাদের ওপর সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছে পুলিশ ও র্যাব। ফলে ঢাকা–ময়মনসিংহ সড়কের উত্তরা অংশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা এ অবস্থান নেন। পরে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় মেরুল বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে সকালে যাত্রাবাড়ী, শনির আখড়া ও মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনের সড়ক অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। সেখানে গাছের ডাল, টায়ার জ্বালিয়ে আগুন দেওয়া হয়েছে সড়কে। এতে ওই সড়ক দিয়ে ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে।
আজ বেলা সোয়া ১১টার দিকে যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। আন্দোলনরত শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছিলেন। একের পর এক কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। শনির আখড়ার কাজলা এলাকা থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পুরো সড়কে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, কোটা সংস্কারের দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আজ সকাল থেকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় বিভিন্ন কলেজে শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে পুলিশ তাদেরকে ঘিরে রাখে।
চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকাতেও সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ রয়েছে। একই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
মাদারীপুর জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে কোটা আন্দোলনকারী, পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া- পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকালে কোটা আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচি চলার সময় এ ঘটনা ঘটে। পরিস্থিতির নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ।