অনলাইন ডেস্ক : কানাডায় গৃহহীনতা বৃদ্ধির সাথে সাথে গৃহহীনতা সহায়তা খাতে শ্রমিকের সংখ্যাও বৃদ্ধি পায়েছে। পরিসংখ্যান কানাডার মতে, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই খাতে ৬০.৭ শতাংশ কর্মী বৃদ্ধি পেয়েছে। এ সময়ে এই খাতে ১০ হাজার ১৩০ জন শ্রমিক নিযুক্ত ছিল।
স্ট্যাটক্যান বলছে যে, এটি অন্য সব খাতের ৩.৪ শতাংশ প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে।

বেশিরভাগ গৃহহীন সহায়তা কর্মী বৃহত্তর শহুরে এলাকায় বাস করত। অর্থাৎ, ৭০.৮ শতাংশ। এদের মধ্যে অর্ধেকেরও বেশি কাজ করে অন্টারিও এবং ব্রিটিশ কলম্বিয়ায় (বিসি)। যথাক্রমে ৪ হাজার ও ২ হাজার ২৭০ জন। প্রায় অর্ধেক শ্রমিক কানাডার বৃহত্তম শহরগুলোতে ছিল। টরন্টোতে ১৫.৬ শতাংশ, ভ্যাঙ্কুভারে ১২.৩ শতাংশ, মন্ট্রিলে ৮.২ শতাংশ, এডমন্টনে ৪.৪ শতাংশ, অটোয়া-গ্যাটিনিউতে ৪.৩ শতাংশ এবং ক্যালগারিতে ৩.৪ শতাংশ। আর ৯ শতাংশ শ্রমিক ছিল গ্রামাঞ্চলে।

স্ট্যাটক্যান গত ১০ মে, বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বলেছে, “গৃহহীনতা সহায়তা খাত গৃহহীনতার সম্মুখীন ব্যক্তিদের এবং আবাসন সংকটের সম্মুখীন হওয়ার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের পরিষেবা সহায়তা প্রদান করে।” “গৃহহীনতা সহায়তা খাতের কর্মীদের কমিউনিটি খাদ্য ও আবাসন এবং জরুরী ও অন্যান্য ত্রাণ পরিষেবা শিল্পে পাওয়া যেতে পারে।”

২০২১ সালের আদমশুমারির তথ্য অনুসারে এই সেক্টরের প্রায় তিন চতুর্থাংশ কর্মী ছিলেন নারী। মোট শ্রমিকের ৭৩.৪ শতাংশ। সমস্ত পেশার তুলনায় অর্ধেকের কিছু নিচে, অর্থাৎ ৪৮.২ শতাংশ। এদের মধ্যে ১৫ থেকে ২৪ বছর বয়সীরাই এ পেশায় ক্রমবর্ধমান হারে এসেছে। এক-পিতামাতার পরিবারে এ খাতের শ্রমিকের চাহিদা ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ খাতে ১১ শতাংশ শ্রমিক আদিবাসী পরিবার থেকে এসেছে। যা ২০১৬-এর তুলনায় ৬৫.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চারজনের মধ্যে একজন (২৮.৪ শতাংশ) কোনো না কোনো জাতিগত গোষ্ঠীর অংশ ছিল, যা ১৩৪.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

১০ জনের মধ্যে প্রায় চারজনের (৩৯.৪ শতাংশ) ব্যাচেলর ডিগ্রি ছিল, যা ২০১৬-এর তুলনায় ৮২.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে, এদের দশজনের মধ্যে প্রায় একজন স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। অন্য সব খাতের তুলনায় গৃহহীন শ্রমিকদেরও দারিদ্র্যের মধ্যে বসবাস করার সম্ভাবনা বেশি ছিল। ২০২০ সালে তাদের গড় কর্মসংস্থান আয় ছিল ৩৪ হাজার; যার পরিমান ২০১৬ থেকে ৩.৪ শতাংশ কম। একই সময়ে অন্যান্য সব খাতে চার শতাংশ বৃদ্ধি পেয়ে ৪১ হাজার ২০০ হয়েছে, মুদ্রাস্ফীতির জন্য সামঞ্জস্য করা হয়নি।
কানাডায় ২ লাখ ৩৫ হাজারেরও বেশি লোক কোনও না কোনও বছরে গৃহহীনতার অভিজ্ঞতা অর্জন করেছে। আগের স্ট্যাটক্যান তথ্য অনুসারে, এমন একটি সংখ্যা যা ক্রমবর্ধমান কিন্তু গণনা করা কঠিন। সূত্র : সিটিভি নিউজ