স্টাফ রিপোর্টার, কানাডা থেকে: প্রবাসীদের কথা বলার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো ‘প্রবাসী’ টিভি। কানাডার টরেন্টোর ডেনফোর্থে গতকাল টিভি চ্যানেলটির উদ্বোধনী অনুষ্ঠান হয়। কেক কেটে চ্যানেলের উদ্বোধন হয়। ‘প্রবাসী’ টিভির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাডার অন্টারিও প্রাদেশিক সরকারের স্কারবো সাউথওয়েস্ট আসনের এমপিপি ডলি বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. জসিম উদ্দিন আহমেদ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুবুর রব চৌধুরী, সাবেক বাকসু ভিপি ফাইজুল করিম, এনআরবি টিভি’র সিইও শহিদুল ইসলাম মিন্টু, নতুন দেশের সম্পাদক শওগাত আলী সাগর, শামসুল আলম, বাবু হায়দারী, কুয়েট-এর ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইঞ্জি: নওশের আলী, কৃষিবিদ মো. বাশার, সাংবাদিক বাবলু চৌধুরী, ব্যারিস্টার আরিফ হোসেইন, সমাজসেবক মিসবাহুল কাদের ফাহীম, ব্যারিস্টার রিজওয়ান রহমান, ক্রীড়া সংগঠক এ ম জহীর, শামীম চৌধুরী, ড. হানিফ, বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জাকির খান, বিএনপি নেতা ডা. সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ কানাডা সংগঠিনক সম্পাদক আমিরুল ইসলাম, মহিলা লীগের সভাপতি হাসিনা আক্তার ঝানু, সাংস্কৃতি ব্যক্তিত্ব চমন আরা বেগম, সাংস্কৃতি ব্যক্তিত্ব তাহমিনা আক্তার, কবি মেহরাব রহমান, কানাডা শাখা মহিলা দলের সভাপতি নাজমা হক, রিয়েলটর আমিনুল ইসলাম, মোহাম্মদ আলী শাওন, শেখ হাসিব হোসেন, আজমল মিয়া, সবুজ চৌধুরী টিটু, তারেক, মানবাধিকার কর্মী মমিনুল হক মিলন, বিএনপি নেতা তপন মাহমুদ, কনজারভেটিভ দল থেকে ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারি মহসীন ভূইয়া, সমাজসেবক মঈন চৌধুরী, মকবুল হোসেন মঞ্জু, আহমেদ হোসেন লনি, মাসুমুর রহমান বাপ্পী, মঞ্জুর আহমেদ, সিলেট সদর এসোসিয়েশনের সাবেক সভাপতি বেলায়েত চৌধুরী রিপন, জালালাবাদ এসোসিয়েশন অব টরেন্টোর যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেদী মারুফ, প্রচার সম্পাদক ইলিয়াস খান, দপ্তর সম্পাদক মকবুল হোসেন মঞ্জু, ধর্ম সম্পাদক হাবিবুর চৌধুরী মারুফ, উপদেষ্টা আমিনুর চৌধুরী বাবু, রাফে চৌধুরী, সাবেক সভাপতি মিজান চৌধুরী, ডা. নোমান শিবলী, শিক্ষক তৌহিদ নোমান প্রমুখ উপস্থিত ছিলেন। নতুন প্রবাসী টিভি নিয়ে বক্তারা বলেন, বাঙ্গালি কমিউনিটি বড় হচ্ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে কমিউনিটি বেইজড মিডিয়াও বাড়ছে। এটা অবশ্যই আমাদের কমিউনিটির জন্য শুভ লক্ষন। প্রবাসী টিভি তার সুনাম অক্ষুন্ন রাখবে বলে আমরা প্রত্যাশা করি।কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক, ব্যবসায়িক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ‘প্রবাসী’ টিভির পরিচালক ছয় জন। ভোরের আলো’র প্রকাশক রেশাদ চৌধুরী, সম্পাদক আহাদ খন্দকার, ব্যবস্থাপনা সম্পাদক আরিফ আহমেদ, বার্তা সম্পাদক দীন ইসলাম, আজকাল সম্পাদক মাহবুব চৌধুরী রনি ও বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক জাকারিয়া চৌধুরী টিভি চ্যানেলটি দেখভাল করবেন।