আহসান রাজীব বুলবুল, কানাডা : কানাডার ক্যালগেরিতে জেরিন আর্ট স্কুলের উদ্যোগে সম্পন্ন হয়েছে বার্ষিক বনভোজন। ক্যালগেরির অদূরে হাই রিভার ক্যাম্প গ্রাউন্ডে এই বনভোজন অনুষ্ঠিত হয়।

হাইউড রিভার এই ছোট্ট শহরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বলেই এর নামকরণ করা হয়েছে হাই রিভার। বনভোজনের দিন আবহাওয়া ছিল চমৎকার। ছায়া সুনিবিড় ও সবুজে ঘেরা চত্বরে সবার মনে এক ধরনের প্রশান্তি এনে দিয়েছিল।

বিভিন্ন ইভেন্টে স্কুলের শিক্ষার্থী ও অবিভাবকদের অংশগ্রহণ ছিল উপভোগ্য। প্রতিবার এ স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নভেম্বরে। এবারই প্রথম অবিভাবকদের উদ্যোগ ও অনুপ্রেরণায় বনভোজনের আয়োজন করা হয়।

বনভোজনে অংশগ্রহণ করেন মোট ৬০ জন শিক্ষার্থী ও অভিভাবক। সবাই খুব আনন্দের মধ্যে দিয়ে দিনটি পালন করেছেন। বিশেষ করে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা গ্রীষ্মের আবহাওয়ায় যেন নিজস্ব অবয়বে হারিয়ে গিয়েছিল। সঙ্গে বাড়তি যোগ হয়েছিল অভিভাবকদের সেই চিরচেনা আড্ডা আর দিনব্যাপী সুস্বাদু খাবারের আয়োজন।

বনভোজনকে ছোট ছোট শিশু কিশোরদের সঙ্গে প্রাণবন্ত করে তুলেছিল বিশিষ্ট সংগীত শিল্পী গুরু প্রসাদ-পুর্বাশা চৌধুরী, সর্বজন শ্রদ্ধেয় শেখর কুমার সান্যাল ও তার পরিবার, দেবাশীষ ভৌমিক ও তার পরিবার, আবৃতি শিল্পী আবীর খন্দকার, ওবাইদুর-ডলি, সমীরন-বিপাশা, খোকন শিকদার-মাধবী, গোপাল-মিলি প্রমুখ। বিশেষ সহযোগিতায় ছিলেন আলবার্টার রাইটার্স ফোরামের সভাপতি বায়াজিদ গালিব।

বনভোজনের আয়োজক ও অঙ্কন আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিত্রশিল্পী ও ভাস্কর জেরিন তাজ জানান, দীর্ঘদিন প্রবাসে থাকলেও নিজ দেশের কথা ভুলি কী করে। আর তাইতো ছোট ছোট শিশু-কিশোরদের মধ্যে শুধু অঙ্কনের মধ্য দিয়ে নয়, বাস্তবতার বাংলার সেই রূপ খুঁজে পাওয়ার প্রয়াসেই আজকের এই আয়োজন।