রাজীব আহসান, কানাডা থেকে : বৈশ্বিক মহামারীর বর্তমান এই সময়ে সারা বিশ্ব এখন তাকিয়ে আছে করোনাভাইরাসের প্রতিষেধক উদ্ভাবনকারী গবেষক ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দিকে।
কানাডার ক্যালগেরির টমবেকার ক্যান্সার সেন্টারের ক্লিনিক্যাল রিসার্চ কো-অর্ডিনেটর ও আরএক্স মিমস বাংলাদেশের পরিচালক আহমেদ হোসেন ‘কোভিড-১৯ বাংলাদেশের ওষুধশিল্পের ওপর কী প্রভাব ফেলেছে এবং স্বাস্থ্য খাতের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা’বিষয়ক ভার্চুয়াল আলোচনার আয়োজন করেন।
সভায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটভিত্তিক করোনা সংক্রান্ত ওষুধের অপব্যবহার রোধে জনগণকে সচেতন করার ব্যাপারে কানাডায় সোমবার সকালে ওই আলোচনা করা হয়। এতে বাংলাদেশ থেকে অনলাইনে যোগ দেন আলোচকরা।
বর্তমান সময়ে দেশে ওষুধের কৃত্রিম সংকট তৈরি ও মূল্যবৃদ্ধি রোধে ওষুধ প্রশাসনের সক্রীয় ভূমিকা পালনের পরামর্শ দেন আলোচকরা। কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশে করোনা প্রতিরোধক ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালের অগ্রগতির ওপর বক্তব্য রাখেন আলোচকরা।
ওষুধশিল্প প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে দেশের জনগণের চাহিদা মেটানোর জন্য উৎপাদন অব্যাহত রেখেছে বলেও জানানো হয়।
সভায় মূল বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. সাইয়েদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন প্রফেসর ডক্টর এসএম আবদুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সীতেশ সি বাচার।
এ ছাড়া সভায় অংশ নেন স্কয়ার ফার্মার মার্কেটিং বিভাগের পরিচালক আহমেদ কামরুল আলম, ইনসেপটা ফার্মার জেনারেল ম্যানেজার এহসান আজিজ, বেক্সিমকো ফার্মার সিনিয়র ম্যানেজার মো. রেজাউল করিম, হেলথকেয়ার ফার্মার নির্বাহী পরিচালক বিকে রয়, রেনাটা ফার্মার জেনারেল ম্যানেজার মনোয়ারুল ইসলাম, অ্যারিস্টো ফার্মার জেনারেল ম্যানেজার এসএম নুর হোসেন, এসিআই ফার্মার পরিচালক মুহম্মদ মুহসিন, এসকেএফ ফার্মার পরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, একমি ল্যাবরেটরিজের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউদ্দীন, রেডিয়েনট ফার্মার পরিচালক মোহাম্মদ আখতার হোসেইন, ইউনিমেডি এবং ইউনি হেলথের উপব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন, পপুলার ফার্মার সিনিয়র ডিরেক্টর মো. কামরুল হাসান, ইবনে সিনহা ফার্মার সিনিয়র জেনারেল ম্যানেজার মো. নুরুল্লাহ, বীকন ফার্মার নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মো. হানিফ, নাভানা ফার্মার নির্বাহী পরিচালক অখিল চন্দ্র ভৌমিক, হামদর্দের সহকারী পরিচালক আবু জাফর মো. সাদেক, এভারেস্ট ফার্মার কো-প্রতিষ্ঠাতা ও সিইও একেএম আনোয়ারুল হক এবং বায়ো ফার্মার নির্বাহী পরিচালক ডা. লোকিয়াত উল্লাহ।
আলোচনা সভাটির আয়োজক কানাডার ক্যালগেরির টমবেকার ক্যান্সার সেন্টারের ক্লিনিক্যাল রিসার্চ কো-অর্ডিনেটর এবং আরএক্স মিমস বাংলাদেশের পরিচালক আহমেদ হোসেন জানান, এতটুকু নিশ্চিত করে বলতে পারি- বৈশ্বিক মহামারীর এ সময় স্বাস্থ্যসেবায় ওষুধশিল্পের লোকজনের এগিয়ে আসা যেমন জরুরি, তেমনিভাবে জনগণকে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলাও জরুরি।