আহসান রাজীব বুলবুল, কানাডা : নতুন প্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্তাকে তুলে ধরতে কানাডার ক্যালগেরিতে এক ব্যতিক্রমী সৃজনশীল ‘ইয়ুথ কম্পোজার ডে’ পালন করা হয়েছে।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরি আয়োজনে এতে অংশ নেয় প্রবাসী বাঙালিদের ছেলেমেয়ে। এই অ্যাসোসিয়েশন নতুন প্রজন্মের কাছে বিভিন্ন সময়ে বাংলাদেশ কমিউনিটির তরুণদের নিয়ে বিভিন্ন আয়োজন করে আসছে।

এরই পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রীতা কর্মকারের পরিকল্পনায় এবার তারা ‘ইয়ুথ কম্পোজার ডে’ পালন করেছে। এতে বাংলাদেশের অনুর্ধ্ব-২৫ তরুণ-তরুণীরা তাদের নিজের লেখা গান কম্পোজ করে ও গেয়ে উপস্থাপন করেছে। এটা ছিল বাংলা ইংরেজি ফ্রেঞ্চ অথবা অন্য যেকোনো ভাষায়।
করোনার কারণে সামাজিক দূরুত্ব বজায় রেখে নতুন প্রজন্মের সিফাত ও শারলিনের হাতে ইয়ুথ কম্পোজারের স্বীকৃতি হিসেবে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন।

এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জয়ন্ত বসু ও সহ-সভাপতি রীতা কর্মকার এবং নতুন প্রজন্মের অভিভাবকরা।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন বলেন, আমাদের নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের দ্বার উন্মোচিত হবে এই উদ্যোগের মধ্যে দিয়ে। এটাই আমাদের প্রত্যাশা। অংশগ্রহণকারী সবাইকে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রীতা কর্মকার বলেন, এই উদ্যোগে ইতিবাচক সাড়া মিলেছে। প্রচুর প্রতিভাবান তরুণ-তরুণী তাদের প্রতিভার ডালা মেলে দিতে আগ্রহী হয়েছেন। ক্যালগেরি প্রবাসী কিংবা এখানেই বেড়ে ওঠা অনেক বাঙালি তরুণ-তরুণীর সুপ্ত প্রতিভা বিকশিত হয়ে উঠবার সু্যোগ পাবে এই উদ্যোগটির মাধ্যমে।

সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বলেন, আমাদের নতুন প্রজন্ম তাদের বিকশিত জ্ঞান ও প্রতিভা দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে উজ্জ্বল করে তুলে ধরতে পারলেই আমাদের এই উদ্যোগ সার্থক হবে বলে আমি মনে করি।