অনলাইন ডেস্ক : গত ২৮ সেপ্টেম্বর শনিবার টরন্টো, স্কারবোরোর থমসসন মেমোরিয়াল পার্ক এ কানাডা অভিবাসি রেমিয়ান (ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ-এর প্রাক্তন ছাত্র )-দের পিকনিক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ১৯৬৯ এস এস সি ব্যাচ-এর রেমিয়ান থেকে শুরু করে ২০১৭ এ পাস করা রেমিয়ানসহ ৫৫ জনের বেশি রেমিয়ান ও তাদের পরিবারবর্গসহ ১৫৫ জনেরও বেশি অংশগ্রহণ করেন। এতগুলো ব্যাচের অংশগ্রহণ এ রেমিয়ানদের এ ধরনের পিকনিক কানাডাতে এটাই প্রথম। এর আগে মে ২০১৯ এ রেমিয়ানদের প্রথম ইফতারের আয়োজন করা হয় যেখানে ২৬ জন রেমিয়ান অংশগ্রহণ করেছিলেন। মোটামুটি সারাদিন বৃষ্টি হলেও তা রেমিয়ানদের হাসিখুশি আনন্দ উদযাপন এ বাধা হতে পারেনি। এদিনের এই আয়োজন এ অটোয়া, কিংস্টন, ওয়াটারলুর মত দূর দূরান্ত থেকে রেমিয়ানরা অংশ গ্রহণ করে। এর পর আগামী বছর সামার এ রেমিয়ান ফ্যামিলি নাইট এর আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করা হয়। এর পর র্যাফল ড্র অনুষ্ঠানের মাধ্যমে পিকনিক সমাপ্ত হয়। কামরুল (৯৩-৯৫), মুশতাক (৯৫-৯৭), আরিফ (৯৯-০১), ফুয়াদ (৯৯-০১), আলিফ (০০-০২), উমার (০১-০৩), জিয়া (৯৪-৯৬), সোমিক (৯৯-০১), আসিফ (১৫-১৭), সাকিব (১০-১২), মোহাইমিন (০১-০৩), মাশরুর (০১-০৩), জেনিফ (০০-০২), আলি নেওয়াজ (৯১-৯৩)সহ আরও রেমিয়ানদের দক্ষ ব্যবস্থাপনায় পিকনিকটি খুব প্রাণবন্তভাবে অনুষ্ঠিত হয়।
Home কানাডা খবর কানাডা অভিবাসী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এর প্রাক্তন ছাত্রদের প্রথম পিকনিক অনুষ্ঠিত