অনলাইন ডেস্ক : করোনা আতঙ্কে থমকে গেছে পুরো বিশ্ব। পৃথিবী যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এমন অবস্থায় আসন্ন টোকিও অলিম্পিকে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। গত ডিসেম্বরে করোনা ভাইরাস তার তাণ্ডব শুরু করে চীনে। বর্তমানে বিশ্বে ১৯০টিরও বেশি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্বের প্রায় সোয়া দুই লাখ মানুষের শরীরে সংক্রামিত হয়েছে করোনা।
গ্রীষ্মকালীন অলিম্পিকের এবারের আসর বসবে জাপানে। দেশটিতেও ছোবল দিয়েছে করোনা। জাপানে ২২ মার্চ রোববার পর্যন্ত ১ হাজার ১০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ ভাইরাসে মারা গেছে ৪১ জন।
এমন অবস্থায় অলিম্পিক পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে কানাডা। তবে এখনো অলিম্পিক আয়োজনের সিদ্ধান্তে অনড় রয়েছে জাপান। আসরটি না পেছালে অংশ না নেওয়ার হুমকি দিয়েছে কানাডা। কানাডার অলিম্পিক কমিটি (সিওসি) ও প্যারাঅলিম্পিক কমিটি (সিপিসি) এ সিদ্ধান্ত নিয়েছে।