অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে ভূখণ্ডটির স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলে চালানো সবচেয়ে বড় এই হামলায় ইসরায়েলে বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে।

প্রাণহানির তথ্য পাওয়া না গেলেও হয়েছে আহত হওয়ার ঘটনা। এরই জেরে এবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের এই হামলার জবাব কঠোরভাবে দিতে তিনি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

এদিকে হামাসের এই হামলার জেরে ইসরায়েলে ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর রাস্তায় ভাঙা গাড়ির জানালা এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে ভিডিও ফুটেজে দেখা গেছে।

সোমবার (৭ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

সংবাদমাধ্যমটি বলছে, হামাস ইসরায়েলের আশদোদ শহরের দিকে ১০টি রকেট নিক্ষেপ করার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে উইং অব জায়ন বিমান থেকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সাথে ফোনে কথা বলেছেন।

তার অফিসের মতে, নেতানিয়াহু এসময় কাটজকে কঠোর প্রতিক্রিয়া জানাতে বলেন এবং গাজায় হামাসের বিরুদ্ধে তীব্র সামরিক অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন।

টাইমস অব ইসরায়েল বলছে, রোববার রাতে দক্ষিণ ইসরায়েলে হামাস ১০টি রকেট নিক্ষেপ করে। যা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় হামলা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, দশটি রকেটের মধ্যে পাঁচটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে অন্য পাঁচটির মধ্যে অন্তত একটি আশকেলনে আঘাত হানে, যার ফলে ক্ষয়ক্ষতি হয়। ৩০ বছর বয়সী এক ব্যক্তি হালকা আহত হয়েছেন এবং তাকে শহরের বারজিলাই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

ম্যাগেন ডেভিড অ্যাডোম জরুরি পরিষেবা জানিয়েছে, হামলার সসয় আশ্রয়কেন্দ্রের উদ্দেশ্যে দৌড়ানোর সময় আরও দুজন আহত হয়েছেন এবং হামলার পর বেশ কয়েকজনকে তীব্র উদ্বেগের জন্য চিকিৎসা দেওয়া হয়েছে।

রাত ৯টার পরপরই গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ থেকে উপকূলীয় শহর আশকেলন এবং আশদোদের দিকে রকেট নিক্ষেপ করা হয়। গাজায় এই এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান চালাচ্ছে না বলে সংবাদমাধ্যমটি দাবি করে।

এছাড়া রকেট নিক্ষেপের পরপরই হামাস রকেট নিক্ষেপের দায় স্বীকার করে।

জবাবে ইসরায়েল তাৎক্ষণিকভাবে প্রতিশ্রুতি দেয় যে, ফিলিস্তিনি এই গোষ্ঠীকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথা বলার পর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, তিনি হামাসের বিরুদ্ধে তাদের নতুন আক্রমণাত্মক অভিযান সম্প্রসারণের জন্য আইডিএফকে নির্দেশ দিয়েছেন।

হামলার পর আইডিএফ-এর আরবি ভাষার মুখপাত্র কর্নেল আভিচায় আদরাই দেইর আল-বালাহ এলাকার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের তাদের এলাকা থেকে সরে যাওয়ার সতর্কতা জারি করেন। তিনি বলেন, আইডিএফ সেখানে হামলা চালানোর আগে এটিই “চূড়ান্ত সতর্কতা”।

এরপর ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইসরায়েলে রকেট হামলার জন্য ব্যবহৃত রকেট লঞ্চার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে আশকেলনে হামাসের রকেট আঘাতের মুহূর্তটি দেখা গেছে। হামাসের নিক্ষেপ করা ওই রকেটটি বেশ কয়েকটি উঁচু অ্যাপার্টমেন্ট ভবনের কাছে আঘাত করছে বলে মনে হচ্ছে।

হোম ফ্রন্ট কমান্ড অফিসাররা রকেট আঘাতের স্থানে কাজ করছিলেন বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে, রোববার সন্ধ্যায় আশকেলনে রকেট আঘাতের মুহূর্ত দেখা গেছে।

আইডিএফ-এর মতে, হামাস এই হামলার সময় ১০টি রকেট নিক্ষেপ করেছে, যা গাজা থেকে বহু মাসের মধ্যে সবচেয়ে বড় রকেট হামলার ঘটনা।

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়চার্স জানিয়েছে, গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিক্রিয়ায় রোববার ইসরায়েলের দক্ষিণের শহরগুলোতে রকেটের ব্যারেজ নিক্ষেপ করা হয়েছে বলে হামাস জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে প্রায় ১০টি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে, তবে বেশিরভাগই সফলভাবে প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২ দক্ষিণের আশকেলোন শহরে সরাসরি রকেট আঘাতের খবর দিয়েছে।

ইসরায়েলি জরুরি পরিষেবা জানিয়েছে, তারা একজন ব্যক্তির শ্রাপনেলের আঘাতের চিকিৎসা করছে এবং দলগুলো রকেট পড়ে থাকা স্থানগুলোতে যাচ্ছে। ইসরায়েলি জরুরি পরিষেবাগুলোর প্রচারিত ভিডিওতে দেখা গেছে, শহরের রাস্তায় ভাঙা গাড়ির জানালা এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এদিকে গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি সামরিক হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন।