রাশিদা আউয়াল
নিশী রাতে অতর্কিতে দেশবাসীর উপর আক্রমণ
চলছিল হানাদারদের গুলি, বোমা, বিশফোড়ন,
পাকিস্তানি হানাদারদের, অত্যাচার, নির্যাতন
শত শত মা বোনদের ইজ্জত করেছে লুন্ঠন।
আকাশে-বাতাসে মানুষ পোঁড়া ভম্ম গন্ধ
বিদ্যুৎবিহীন ধ্বংসস্তুপে শহরবাসী ছিল অন্ধ।
বাঙালির বুকের রক্তে রক্তাক্ত সারা দেশ
তবু থামেনি শত্রæদের বুডোজার হয়নি বুলেট শেষ।
বিশ্বের ইতিহাসে পাক-হানাদার’দের নাম
লক্ষ বাঙালির বুকের রক্ত দিয়ে লেখা,
পৃথিবীতে এমন জঘন্য, হিংস্রতায় সেরা;
দেশটি কোথাও খুঁজে পাবে নাকো দেখা।
পাক হানাদার’রা বাঙালিদের করতে
চেয়েছিল নিঃশ্ব কলুশিত নিশ্চিহ্ন,
ভেবেছিল পাকিস্তানের চাঁদ তাঁরা পতাকার নিচে
লাল-সবুজের পতাকার দাফন করবে সম্পন্ন।
শত অত্যাচারেও বাঙালিদের দাবাতে পারেনি
পাক-হানাদার’রা জ্বালিয়ে পুঁড়িয়ে করেছে সব শেষ,
তবু বাঙালিরা লাল-সবুজের পতাকা উড়ায়ে
বিশ্বের বুকে উন্নত শিরে দাঁড়িয়ে সোনার বাংলাদেশ।
কানাডা