অনলাইন ডেস্ক : আগামীকাল থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। কিন্তু পরীক্ষার প্রথম দিন বিরূপ আবহাওয়ার কারণে ভোগান্তিতে পড়তে পারেন পরীক্ষার্থীরা। আবহাওয়া অফিস জানিয়েছে-দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে আরও একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে গেছে। তবে এর প্রভাবে সারাদেশে আরও একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু কালএসএসসি ও সমমানের পরীক্ষা শুরু কাল
চলতি বছরে এসএসসি বা সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। মোট ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে এবারের এসএসসি বা সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ২৯ হাজার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে।