অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার আইসিডিডিআরবির রিপোর্টে তার কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এই খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক মহলে শুরু হয় আলোচনা। অবশেষে বিএনপির তরফ থেকে খালেদা জিয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘খালেদা জিয়ার করোনা টেস্ট করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। কোন উপসর্গ নেই। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তিনি চিকিৎসা নেওয়া শুরু করেছে বলে জানিয়েছে।’