অনলাইন ডেস্ক : শেষ হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বাংলাদেশ সময় সকাল ৯টায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। বুথ ফেরত জরিপে জো বাইডেন ইলেকটোরাল কলেজ ভোটে ৮৯টিতে এগিয়ে আছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে আছেন ৭২টিতে।তবে যে কয়টি সুইংস্টেট ফল নির্ধারণ করে থাকে তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ ফ্লোরিডায় এখন পর্যন্ত পাওয়া ফলে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে জর্জিয়া, নর্থ ক্যারোলিনা,অ্যারিজোনা, ওহিওর মতো সুইংস্টেটগুলো থেকে সবেমাত্র ফল আসা শুরু হয়েছে। রক্ষণশীলদের রাজ্য হিসেবে পরিচিত আলাবামা, ইন্ডিয়ানা, কেন্টাকি এবং টেনেসিতে জয় পেতে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেটপন্থি ম্যাসাচুসেটস, ভারমন্ট এবং ভার্জিনিয়ায় জয় পেতে চলেছেন জো বাইডেন।
করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে এবার প্রায় ১০ কোটি ভোটার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন। বিবিসি, সিএনএন।