অনলাইন ডেস্ক : ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে। অনেকেই পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন। শিশু, কিশোর, তরুণ-তরুণীদের ভিড় বেশি চোখে পড়ে।

ঈদ আনন্দ উদযাপনে রাজধানীবাসীর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে মেট্রোরেল। পরিবার পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে বিভিন্ন বয়সের মানুষ আনন্দ ভ্রমণ করছে মেট্রোরেলে। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে উচ্ছ্বসিত যাত্রীরা। শিশুদের উচ্ছাস ছিলো চোখে পড়ার মতো।

রোববার (২৩ এপ্রিল) মেট্রোরেলের সরেজমিনে ঘুরে এমন দৃশ্য দেখা যায়।

মিরপুর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত প্রায় প্রতিটি স্টেশনে ভিড় ছিলো চোখে পড়ার মতো। ট্রেনে উঠতেও অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়।

ঈদের দিনটিতে মেট্রোরেলের স্বাভাবিক শিডিউলে পরিবর্তন আনা হলেও, ঈদের ২য় দিন থেকে আগের শিডিউল অর্থাৎ সকাল ৮ টা থেকে ২টা পর্যন্ত চলছে মেট্রোরেল।