অনলাইন ডেস্ক : ইরান সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান কমান্ডার। তিনি বলেছেন, এগুলো থেকে বোঝা যায় যে তিনি (ট্রাম্প) দেশের (ইরানের) আসল শক্তি বুঝতে পেরেছেন।
বুধবার ওভাল অফিসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলার সময় ট্রাম্প ইরান বর্তমানে দুর্বল এই ধারণার ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেন। ট্রাম্প বলেন, “তারা দুর্বল নয়। তারা এখন খুবই শক্তিশালী।”
সাংবাদিকদের সাথে কথা বলার সময় আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, “এটি ট্রাম্পের সবচেয়ে সঠিক পর্যবেক্ষণগুলির মধ্যে একটি। কারণ তিনি বাস্তবসম্মতভাবে ময়দানটি দেখেছেন।”
তিনি আরও বলেন, “একটি কুস্তি ম্যাচে বিপরীত পক্ষ ক্ষমতা আরও ভালোভাবে বোঝে। যখন দুজন কুস্তিগীর একে অপরের শক্তি আরও ভালোভাবে বুঝতে পারে।”
সালামি বলেন, ‘ট্রাম্পের রায় আসলে তার প্রথম মেয়াদে ইরানের শক্তি সম্পর্কে উপলব্ধি করার উপর ভিত্তি করে, যখন ইসলামিক প্রজাতন্ত্র ইরাকে আমেরিকান সেনাদের ওপর বিশাল ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিক্রিয়া জানিয়েছিলো।’
সালামি বলেন, “তিনি (ট্রাম্প) একেবারে সঠিক মূল্যায়ন করেছেন। ইরান দুর্বল হয়নি বরং এটি আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠেছে, যা সকলেই স্পষ্ট দেখতে পাচ্ছেন।”
ট্রাম্পের তথাকথিত “সর্বোচ্চ চাপ” প্রচারণা পুনরুদ্ধারের বিষয়ে মন্তব্য করে আইআরজিসির প্রধান কমান্ডার বলেন, ট্রাম্পের প্রথম মেয়াদেও এই ধরনের ইরান-বিরোধী চাপ বিদ্যমান ছিল যার লক্ষ্য ছিল ইসলামিক প্রজাতন্ত্রের অর্থনৈতিক জীবনরেখা বন্ধ করে দেওয়া। যার ফলাফল ছিল “আমাদের জাতীয় অর্থনীতির আরও সমৃদ্ধি হয়েছে।”