স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ১০৪ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৫ উইকেটে ২০৫ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে সাকিব আল হাসানের দল অলআউট হয়েছে ১০১ রানে। সাকিবের দলের ১০৪ রানের এই হার শুধু বিশ্বকাপে নয়, বরং টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় হার।

বিশ্বকাপে আগের রেকর্ডটি ছিল ৭৫ রানের ব্যবধানে হার। যেটি ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এসেছিল। আর টি-টোয়েন্টিতে সবশেষ হার ছিল ১০২ রানের ব্যবধানে; ২০০৮ সালে পাকিস্তানের বিপক্ষে।

বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে লজ্জার এই হারে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশ নেমে গেছে তিনে। তাদের পয়েন্ট এখন ২; নেট রান রেট -২.৩৭৫।

এদিকে বড় জয়ে ৩ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের সমান ২ পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থাকা ভারত আছে টেবিলের দুইয়ে।

এর আগে, সুপার টুয়েলভে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ।