অনলাইন ডেস্ক : ইংলিশ জায়ান্ট ক্লাব চেলসির রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচের ওপর বৃহস্পতিবার নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।
আর এ নিষেধাজ্ঞা কারণে অন্ধকারে পড়ে গেছে চেলসির ভবিষ্যত।
ক্লাব মালিক রোমান আব্রামোভিচকে নিষেধাজ্ঞা দেওয়ায় সব ধরনের নিষেধাজ্ঞায় পড়ে যায় চেলসিও।
নিষেধাজ্ঞার কারণে তারা নতুন করে ম্যাচের টিকেট বিক্রি করতে পারবে না। তাদের যে দোকানগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। আর সবচেয়ে জটিল যে সমস্যায় পড়বে ইংলিশ জায়ান্টরা সেটি হলো তারা কোনো খেলোয়াড়কে কিনতেও পারবে না আবার বিক্রিও করতে পারবে না।
শুধুমাত্র মালিক রাশিয়ান হওয়ায় এখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ফেঁসে গেছে চেলসি। বিপদে পড়ে গেছে তারা।
যদিও ব্রিটিশ সরকারের বিশেষ লাইসেন্সের মাধ্যমে ক্লাবটি তাদের খেলাগুলো চালিয়ে যেতে পারবে। ক্লাবের স্টাফদের বেতন চালিয়ে নিতে পারবে এবং যে সকল মৌসুম টিকেটধারী দর্শক আছেন তারা ম্যাচ উপভোগ করতে মাঠে যেতে পারবেন।
মালিকের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর ও বিপদে পড়ার পর প্রথমবারের মতো বিবৃতি দিয়েছে চেলসি।
বিবৃতিতে চেলসি জানায়, বৃহস্পতিবার তাদের পুরুষ দল নরউইচ ও নারী দল ওয়েস্টহ্যামের বিপক্ষে সূচি অনুযায়ী খেলবে।
তারা আরও জানিয়েছে, সরকারের কাছে বিশেষ লাইসেন্সের জন্য আবেদন করবে তারা। যেন যতটা সম্ভব ঠিক ততটাই স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম চালাতে পারে।
চেলসি বিবৃতিতে আরও জানিয়েছে, প্রতিটা মূহুর্তে এখন ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখবে তারা। তাদের কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।
সূত্র: বিবিসি