স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগে রোববার পিছিয়ে পড়েও দারুণ জয় পেয়েছে ইংল্যান্ড। ২-১ গোলে দ্য লায়ন্স শিবির হারিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা বেলজিয়ামকে। অন্যদিকে হোঁচট খেয়েছে পাওয়ার ফুটবলের জনক খ্যাত হল্যান্ড। বসনিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে হতাশায় পুড়েছে ডাচ শিবির।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ‘এ’লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হয় ইংল্যান্ড। বেলজিয়াম শুরু থেকে আক্রমণাত্মক ফুটবলে চেপে ধরে স্বাগতিকদের। দশম মিনিটে এগিয়ে যেতে পারত তারা। ইয়ানিক কারাসকো বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি সফরকারীরা।
১৬ মিনিটে সফল স্পট-কিকে বেলজিয়ামকে এগিয়ে নেন লুকাকু। বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতা লুকাকুর গোল হলো ৫৩টি। ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। বেলজিয়ামের তমা মুনিয়েরের শট যায় পোস্টের সামান্য বাইরে দিয়ে।
৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান র্যাশফোর্ড (১-১)। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলা ইংল্যান্ডকে ৬৪ মিনিটে এগিয়ে নেন মাউন্ট (২-১)।
তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে ইংল্যান্ড। টানা দুই জয়ের পর প্রথম হারের স্বাদ পাওয়া বেলজিয়াম ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে।
অন্যদিকে জয় দিয়ে আসর শুরুর পর টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে হল্যান্ড। বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ড্র করেছে গতবারের রানার্সআপরা।
‘এ’লিগের এক নম্বর গ্রুপে তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে হল্যান্ডের পয়েন্ট ৪। ২ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে বসনিয়া।