স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশে খেলার অনুমতি পেতে পারে ইংলিশ ক্রিকেটাররা। একই সময় তাদের বাংলাদেশে সফর করার কথা রয়েছে। তবে, রুট-মর্গানরা যদি আইপিএল খেলতে যান, অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে পারে এ সফর। ব্রিটিশ গণমাধ্যমে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ সোমবার এক প্রতিবেদনে টেলিগ্রাফ জানায়, ক্রিকেটাররা আইপিএল খেলতে গেলে বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে পারে। কেননা, এরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে বসবে আমিরাতে।

প্রতিবেদনে আরও বলা হয়, শুরুতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ক্রিকেটাররা দেশে হয়ে খেলার কথা বললেও এখন মতামত বদলে নিয়েছে তারা। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের পরই ক্রিকেটারদের ছুটি দেবে ইসিবি। এ সময় আইপিএলে অংশগ্রহণ করতে ইচ্ছুক ক্রিকেটাররা।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ডের। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তাদের আসার কথা থাকলে এখন তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। কেননা, দলের বেশিরভাগ খেলোয়াড়ই থাকতে পারেন আইপিএলে।