বিনোদন ডেস্ক : দুদিন আগে নিজের গড়া সাধের জিম নিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। তা নিয়ে এবার সোশ্যাল মিডিয়ার এক বিবৃতিতে অভিনেত্রী জানালেন, তিনি নিজেই আর্থিক ভাবে প্রতারিত হয়েছেন।

রোববার (৯ এপ্রিল) মধ্যারাতে ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করেছেন শ্রাবন্তী। তবে জিমের কথা উল্লেখ না করেই সেই বিবৃতিতে তিনি লেখেন, ‘আমি জানতে পেরেছি আমার বিরুদ্ধে কিছু অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা এসেছে। আমি এই ধরণের কোনো কার্যকলাপে জড়িত ছিলাম না এবং পরিবর্তে আমি নিজেই একটি নির্দিষ্ট পরিমাণ আর্থিক প্রতারিত হয়েছি। দেশের আইনের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে এবং আমি নিশ্চিত সত্যের জয় হবে। ধন্যবাদ।’

২০২০ সালের নভেম্বরে মধ্যমগ্রামের এক শপিংমলে পার্টনারশিপে একটি জিম খুলেছিলেন শ্রাবন্তী। তা আর ঘিরেই বিতর্কে অভিনেত্রী। এমনকি থানাতেও অভিযোগ করা হয়েছে।

শ্রাবন্তীর বিরুদ্ধে অভিযোগ, শ্রাবন্তীর বিরুদ্ধে অভিযোগ, হাজার হাজার টাকা দিয়ে ওই জিমে ভর্তি হলেও এখন নাকি সেই জিমে ঝুলছে তালা। এমনকি সম্প্রতি এই জিমের তরফ থেকে বিজ্ঞাপনও দেয়া হয়। যেখানে বলা হয়ে, বছরে ১৮ হাজার টাকার জায়গায় যদি একবারে সাড়ে সাত হাজার টাকা দেয়া হয় তবে জিমে ভর্তি নেয়া হবে।

এই দারুণ অফার পেয়ে অনেকেই জিমে ভর্তি হন। তবে দোল উৎসবের জন্য জিম বন্ধ হয়, এরপর এখনও আর খোলে নি। অভিযোগকারীরা থানায় অভিযোগপত্র জমা দিয়ে টাকা ফেরতের দাবিও করেছে।

তবে এই জিমের সঙ্গে এখন কোনো যোগাযোগ নেই বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘দীর্ঘদিন আমি এই জিমের সঙ্গে যুক্ত নই। এটা ঠিক যখন খোলা হয়েছিল আমি ছিলাম। তবে অনেকদিন হল কোনো যোগাযোগ নেই আমার, কোনো আর্থিক লেনদেনও কেউ দেখাতে পারবে না।’

এর আর আগে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করে শ্রাবন্তী বলেছেন, তাকে নিয়ে চর্চা করে সকলে মজা পায়। তার কথায়, ‘হয়তো আমাকে নিয়ে চর্চা করলে ভিউ বেশি আসে বলে করে। কিন্তু সবাই ভুলে যায় দিনের শেষে আমিও একটা মেয়ে। আমার সন্তান রয়েছে। আমার পরিবার আছে। এই ঘটনায় আমি খুব বিরক্ত।’