হিমাদ্রী রয়
আমি আসবো রাঙামাটির লাল পথে
ধুলোর ধ্বজা উড়িয়ে
জল-জোছনার দেশে
হিজলের বন তোমাকেই বলছি
তপ্ত বৈশাখীর
হঠাৎ হাওয়ার ঝোঁকাকে বলো আমি আসবো।
আমি আসবো জোরা ভাঙা শালিকের কথা শুনতে
দুঃখ বলার পুকুর
উদাস দুপুর
শোনতে কি পাও আমি আসবো
ঠাকুরমার ঝুলি থেকে একমুঠো গল্প চেয়ে নিতে
কিষাণীর পায়ের সাথে পা মিলিয়ে
ঢেঁকিতে ধান ভাণতে।
আমি আসবো খাসিয়া পাহাড়
রক্তি, যাদুকাটা, সুরমা, সোমেশ্বরী
স্মৃতি টলমল ক্ষণে ক্ষণে
আমাকে চিনে নিও অন্ধ বাউল
নতজানু হয়ে চুমু খাবো
নিকনো উঠনে।
আমি আসবো শ্মশানে
বাতাসে চিতায় ছাই হয়ে যাওয়া পূর্বপুরুষের গন্ধ নিতে
মৌন হয়ে বসবো স্বজনের পাশে
যিনি শুয়ে আছেন কবরেতে
আমি আসবো স্নেহময়ি
ভাসবো আবার আদরে
পায়েস, আমসত্ত¡, ইলিশ পাতুরি
বন্ধুর আড্ডায় রাত জাগা কথার আসরে।
আমি আসবো প্রিয়তমা
দেখতে হবে না শুধু বুঝে নিও ঘুমের ঘোরে
মনের অসুখ দুঃখভোগ ভুলে
বলবো ভালোবাসি ভালো থেকো
অন্য বুক জুড়ে।
এই স্বপ্ন দেখা দিন
এই আশা জাগানিয়া বেঁচে থাকা
মাগো তোমার কাছে ঋণ
জন্মের শোধ আমি আসবো
মাটির কসম আমি আসবো
যমুনা বোনের কিরা আমি আসবো
বন্ধুর ভালোবাসা আমি আসবো
যেমনি থাকো বাংলাদেশ
আমি ভালোবাসবো।