স্পোর্টস ডেস্ক : আফগান ক্রিকেটোর সবচেয়ে বড় তারকা রশিদ খান এখন ব্যস্ত ‘দা হান্ড্রেড’ নিয়ে। ক’দিন আগে দেশের পরিস্থিতি নিয়ে কেভিন পিটারসেনকে নিজের উদ্বিগ্নতার কথা জানিয়েছিলেন রশিদ। শুক্রবার দা হান্ড্রেড- এ এই লেগস্পিনার নেমেছিলেন দেশের জাতীয় পতাকা গালে আঁকিয়ে। সম্প্রতি নিজের দেশ নিয়ে উদ্বিগ্নতার কথা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনকে বলেছিলেন রশিদ। এই সময়ে সরাসরি কথা বলেননি তিনি। অবশেষে আফগানিস্তানের ক্রিকেট নিয়ে কথা বলেছেন সময়ের অন্যতম সেরা এই লেগস্পিনার।

অস্ট্রেলিয়ার এসইএন রেডিওকে সাক্ষাৎকার দিয়েছেন রশিদ। তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিলেও তাদের দেশের ক্রিকেটের ক্ষতি হবে না বলে মত রশিদের। তিনি বলেন, ‘দেশের সবাই ক্রিকেট ভালোবাসে।

সবসময় ক্রিকেটারদের পাশে থাকে। আশা করি ক্রিকেট খুব বেশি প্রভাবিত হবে না। গত কয়েকদিনে (তালেবানদের) কিছু সাক্ষাৎকারে আমরা দেখেছি। তারা (তালেবানরা) খেলা নিয়ে কথা বলছে। ক্রিকেট নিয়ে তাদের সমস্যা না কথার কথাও তারা বলেছেন।’
আফগান ক্রিকেট বোর্ডের মিডিয়া অপারেশন্সের প্রধান হিকমত হাসান রয়টার্সকে জানান, ক্রিকেট কার্যক্রম এগিয়ে নেওয়ার সবুজ সঙ্কেত তারা পেয়েছেন। তিনি বলেন, ‘ক্রিকেট নিয়ে তালেবানদের কোনো সমস্যা নেই। তারা আমাদের বলেছে যে আমরা আমাদের কাজ চালিয়ে নিতে পারি পরিকল্পনা অনুযায়ী। (আগামী মাসে পাকিস্তান সিরিজের জন্য) কাবুলে দুটি ট্রেনিং ক্যাম্প করেছি আমরা, স্পন্সর আছে আমাদের, এমনকি পোশাকও প্রস্তুত।’