বিনোদন ডেস্ক : সুকেশ চন্দ্রশেখরের অর্থ পাচার ও চাঁদাবাজির মামলায় এক বছর আগে নাম জড়ায় বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। আজ সোমবার সেই মামলায় আদালতে হাজিরা দিতে দেখা গেল তাকে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় দিল্লির পাটিয়ালি আদালতে উপস্থিত হয়েছিলেন জ্যাকুলিন। আপাতত জামিনে বাইরে আছেন তিনি। তবে তাকে প্রতিনিয়ত হাজিরা দিতে আদালতে যেতে হচ্ছে।

৩০ নভেম্বর সুকেশের অর্থ পাচারের মামলায় নয়া দিল্লির পুলিশ গ্রেপ্তার করেন পিঙ্কি ইরানিকে। জ্যাকুলিনকে সুকেশের দেখা করিয়েছিলেন এই পিঙ্কি।

গত ১৭ আগস্ট ওই মামলার চার্জশিট দাখিল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যে চার্জশিটে ইডি স্পষ্ট জানায়, জেলে থাকা সুকেশ চন্দ্রশেখরের চাঁদাবাজির অর্থের সুবিধাভোগ করছেন জ্যাকুলিন। সুকেশের কাছ থেকে প্রায় ১০ কোটি রুপির উপহার নিয়েছেন তিনি। এর মধ্যে ৭ কোটি রুপির বেশি সম্পত্তি এরই মধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি। পাশাপাশি ইডি জানায়, জ্যাকুলিনের পরিবারকে উপহার ও অর্থ ধার দিয়েছেন সুকেশ, যা ছিল সুকেশের প্রতারণা করে উপার্জন করা অর্থ।

এরপরই জ্যাকুলিনকে দেশ ছাড়তে নিষেধ করে ইডির বিশেষ আদালত। তবে শ্যুটিংয়ের কাজে বিশেষ অনুমতি নিয়ে বিদেশে গিয়েছিলেন তিনি।

জ্যাকুলিনের আইনজীবী প্রশান্ত পাতিলের বলেন, ‘ইচ্ছাকৃতভাবে জ্যাকুলিনকে ফাঁসানো হচ্ছে। এই মামলার তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন জ্যাকলিন। জিজ্ঞাসাবাদের জন্য যতবার তাকে ডাকা হয়েছে, প্রতিবার তিনি হাজিরা দিয়েছেন। একটি বড়সড় অপরাধমূলক চক্রান্তের শিকার জ্যাকলিন।’

শ্রীলঙ্কা থেকে এসে বলিউডে নিজের ক্যারিয়ার গড়েন জ্যাকুলিন। অক্ষয় থেকে সালমান খান—একাধিক তারকার সঙ্গে কাজ করেছেন তিনি। প্রথম কাজ করেন অমিতাভ আর রীতেশ দেশমুখের সঙ্গে আলাদিনে। মার্ডার ২, হাউজফুল ২, কিক, ঢিশুম, জুড়ুয়া ২, রেস ৩, বচ্চন পাণ্ডের মতো ছবিতে কাজ করেছেন। শেষ দেখা গেছে ‘রাম সেতু’তে অক্ষয়ের সঙ্গে। এরপর তাকে দেখা যাবে রণবীর সিংয়ের সঙ্গে ‘সার্কাস’ সিনেমায়।