অনলাইন ডেস্ক : কানাডার অন্টারিও প্রদেশের জর্জিয়ান বে এলাকার আদিবাসীদেরকে মেয়াদ উর্ত্তীর্ণ টিকা দেয়ার অভিযোগ উঠেছে। কমপক্ষে ৭১ জনকে ফাইজার বায়োএনটেকের মেয়াদ শেষ হয়ে যাওয়া ডোজ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সেখানকার আদিবাসী নেতারা। ইন্ডিজেনাস সার্ভিস কানাডার (আইএসসি) বিরুদ্ধে তোলা অভিযোগে বলা হয়েছে, আগস্টের ১৩ তারিখ থেকে সেপ্টেম্বরের ৯ তারিখ পর্যন্ত পুশ করা ওই সব টিকার মেয়াদ শেষের তারিখ ছিল ৯ আগস্ট।

অভিযোগের বিষয়ে আই এস সি গত শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে জানায়, ভুল করে ওই টিকা দেয়া হয়ে গেছে। তবে তারা টিকা গ্রহণ কারীদের নিবিড় তত্ত¡াবধানে রেখেছেন। এখন পর্যন্ত কারো কোন সমস্যা হয়নি। শিগগিরই কিছু পরীক্ষা-নিরীক্ষার পর তাদের আবার সঠিক টিকা দেয়া হবে। আই এস সির গণস্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও নির্বাহী পরিচালক ডা. টম ওয়াং ওই ব্রিফিংয়ে বক্তব্য রাখেন। এ সময় তিনি কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন। তবে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। মেয়াদ উর্ত্তীর্ণ টিকা নেয়া ৭১ জনের মধ্যে কয় জনের সাথে তারা যোগাযোগ করতে পেরেছেন? এমন প্রশ্নের জবাবও তিনি এড়িয়ে যান। বৃহস্পতিবার আদিবাসী স¤প্রদায়ের প্রতি লেখা এক চিঠিতে আই এস সি এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে বলেছে, এটি সত্যিই একটি ভুল, এমন একটি ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। চিঠিতে আরো বলা হয়, ভুলবশত ৯ আগস্টে মেয়াদ শেষ হওয়া ভ্যাকসিন ৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যবহার করা হয়েছে। তবে এর জন্য টিকা গ্রহণকারীর বড় ধরনের কোন শারিরীক ক্ষতির আশঙ্কা নেই। তবে এই টিকার রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কম হতে পারে। তাই যারা মেয়াদ উত্তীর্ণ টিকা নিয়েছেন তাদেরকে শিগগিরই সঠিক ডোজ দেয়া হবে।

এদিকে আদিবাসী নেতারা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা এই ঘটনার জন্য দায়ীদের বিচার দাবি করেছেন। সাওগিন ফাস্ট নেশনের যোগাযোগ কর্মকর্তা রবার্ট রাইস এ বিষয়ে টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজারের ব্যাখ্যা দাবি করেছেন। সূত্র : সিবিসি