বিদ্যুৎ সরকার : আমার কোন কিছুর প্রতি কোন মোহ নেই, নেই কোন প্রত্যাশা। শুধু প্রেম কিংবা ভালোবাসা পেলেই আমি আজীবন বেঁচে যাই। একটু প্রেম, একটু ভালোবাসা এর বেশি কিচ্ছু চাই না আমি। ঘাসের ডগায় শীতের ভোরের শিশির রামধনুর রং ছড়ায়। কেমন করে আলতো ছোঁয়ায় ঝরে পড়ে মৃত্তিকার বুকে। চোখের আঙিনায় মেলে ধরে এক অনুপম জল ছবি। এটাই আমার প্রেম। নির্জন দুপুরে গাছের ডালে ঘুঘুর মধুর ডাক। কী শিহরণ জাগায় প্রাণে! এটাই আমার ভালোবাসা। শরতের কাশফুলের হাওয়ায় দোল খাওয়া মুহূর্তরা, আকাশে মেঘেদের কারুকাজ সত্যিইতো ভাললাগার আবেশে আপ্লূত করে দেয় এ মন এ প্রাণ। ‘মেঘ বলেছে যাবো যাবো রাত বলেছে যাই, সাগর বলে ক‚ল মিলেছে আমিত আর নাই..।’ মেঘের অনেক রং। ষড় ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি ঋতুতে আকাশের রং বদলায়, বদলায় প্রকৃতির রং।

ঋতু পরিবর্তনের সাথে সাথে মনেরও রং বদলায় আপন মহিমায়। রং ছড়ায় মনের জমিনে। মন পবনের নায়ে পালে বাতাস লাগে। নাও চলে দ্রুত গতি নিয়ে। কখনো ঝড় আসে অঝোরে বারি ধারায় আবার কখনো মেঘ ভেংগে রোদ উঠে সোনালী আভায়। প্লাবিত করে চারিধার। সবুজ পাহাড়ের নরোম শীতল হাতছানিতে আমি কেমন উতাল হয়ে যাই নিমেষেই। তাই সবুজের অবুঝ প্রেমে নিজেকে সপে দেই সজ্ঞানেই। যেমন করে ‘নিজেরে হারায়ে খুঁজি তোমারই নয়ন মাঝে…’। সাগরের নীল নীল ঢেউ’র অতলে নিজকে হারাই বার বার। এটা কি নিছকই ভাল লাগা, নাকি এর চাইতে আরো বেশি কিছু – প্রেম কিংবা ভালোবাসা? এক বিষন্ন বিকেলে মেঘেরা ঝুকে পড়ে ধানের সবুজ প্রান্তরে, পাখিরা ফিরে যায় নিজ নিজ নীড়ে। অস্তগামী সূর্যের লালিমায় আকাশ রঙিন। রঙিন মানুষের মন, ভালোবাসার ইংগিত বয়ে আনে সজনে – বিজনে। মানুষ ভালোবাসতে ভালোবাসে। প্রকৃতি ও পরিবেশ মানুষকে ভালোবাসতে শেখায়, ভালোবাসতে অনুপ্রাণিত করে। মানুষ ভালোবাসে, প্রেমিক হয় স্বাভাবিক নিয়মেই। আমিও ভালোবাসতে চাই আজীবন, শুধুই ভালোবাসা। প্রেমিক হয়ে বেঁচে থাকতে চাই আমরণ। শংখ চিলের ডানায় ভর করে ভাবনারা উড়ে বেড়ায় পথে-প্রান্তরে। সুখ কি অনেকগুলো অসুখের নির্জাস? অনেক সুখ বিসর্জন দিয়ে সুখ খুঁজে নিয়েছি আমি যার নাম ভালোবাসা। ‘আমারও তো চোখে জল আসে, আর অভিমান আমারওতো হয়। ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে, পারি না কোনভাবে ফেরাতে।’ আমি কেন ভুল করে ভুলে যাই ‘তোমার কছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া’। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। শুধু প্রেমের পংক্তিমালারা ভালোবাসার চিহ্ন হয়ে রয়ে যায় হৃদয়ের হালখাতায়।

বিদ্যুৎ সরকার : লেখক, আলোকচিত্রী, টরন্টো, কানাডা